X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

স্বল্পমূল্যে পাওয়া যাবে জাবির রসায়ন বিভাগের তৈরি হ্যান্ড স্যানিটাইজার

জাবি প্রতিনিধি
১৭ মার্চ ২০২০, ১৭:০৬আপডেট : ১৭ মার্চ ২০২০, ১৭:০৯
image

করোনা ভাইরাসের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত থাকার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রসায়ন  বিভাগের একদল শিক্ষার্থী তৈরি করেছে হ্যান্ড স্যানিটাইজার। সাথে সহযোগিতায় ছিলেন বিভাগের শিক্ষকরাও। ‘কেমসল’ নামের এ হ্যান্ড স্যানিটাইজার ভাইরাস, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ কার্যকরী ভূমিকা রাখতে পারবে বলে জানিয়েছেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. নুরুল আবছার।

স্বল্পমূল্যে পাওয়া যাবে জাবির রসায়ন বিভাগের তৈরি হ্যান্ড স্যানিটাইজার
তিনি আরও বলেন, ‘পর্যাপ্ত অর্থের যোগান না থাকায় আমরা স্বল্প পরিসরে এটি তৈরি করে ক্যাম্পাসে অবস্থানরত রিকশাচালক, হকারসহ বিভিন্ন দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে বিতরণ করেছি। আর্থিকভাবে যদি প্রশাসনের সহযোগিতা পাই তাহলে বড় পরিসরে বাজারে সরবরাহ করা যায় কিনা সে বিষয়েও চিন্তা করছি। ১০০ মি.লি. হ্যান্ড স্যানিটাইজার ২০-২৫ টাকায় বাজারে সরবরাহ করা যায় কিনা এ বিষয়টি নিয়েও কাজ করছি আমরা।’
হ্যান্ড স্যানিটাইজার তৈরিতে সহযোগিতা করছেন বিভাগের এমন আরেকজন সহযোগী অধ্যাপক ড. মীর তামজীদ রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বিভাগ থেকে গতকাল আমরা শিক্ষক-শিক্ষার্থীরা মিলে কিছু পরিমাণ হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছি। বিভাগের শিক্ষার্থীরা এ ব্যাপারে খুবই আগ্রহী। এটা বড় পরিসরে করা যায় কিনা সেটা নিয়ে আমরা সংশ্লিষ্টদের সাথে বসবো।’
এ উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. নুরুল আবছার। এছাড়া বিভাগের অন্যান্য শিক্ষকের মধ্যে ড. এস এম তারেক আবেদীন, ড. মীর তামজীদ রহমান, শফিকুল ইসলাম, মাহবুব আলম উক্ত উদ্যোগে সার্বিক সহযোগিতা করছেন। এছাড়াও রয়েছে বিভাগের একদল তরুণ শিক্ষার্থী।
ইতিমধ্যে করোনা ভাইরাস সচেতনায় শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণার পর বিশ্ববিদ্যালয় প্রসাশন আগামী ১৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে। পাশাপাশি ১৯ মার্চ বেলা ১১টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হলগুলোও খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপুল পরিমাণ নকল জুস জব্দ, কারখানার মালিকের কারাদণ্ড
বিপুল পরিমাণ নকল জুস জব্দ, কারখানার মালিকের কারাদণ্ড
লিগের মাঝপথে গোপনে কানাডায় কেন বাংলাদেশি ফুটবলার!
লিগের মাঝপথে গোপনে কানাডায় কেন বাংলাদেশি ফুটবলার!
বাঁচতে হলে জানতে হবে
বাঁচতে হলে জানতে হবে
ইইউ দেশগুলোর সম্পর্ক জোরদারে মে মাসে জার্মানি সফরে যাচ্ছেন ম্যাক্রোঁ
ইইউ দেশগুলোর সম্পর্ক জোরদারে মে মাসে জার্মানি সফরে যাচ্ছেন ম্যাক্রোঁ
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু