X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

অনলাইনে বৈশাখ উদযাপন রাবি শিক্ষার্থীদের

রাবি প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২০, ২১:১৯আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ২১:২৫
image

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কারণে থাকতে হচ্ছে ঘরে। রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের আয়োজনে তাই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ পালিত হয়েছে অনলাইনেই। ‘দূরে থাকি, জুড়ে থাকি’ প্রতিপাদ্যে ডিজিটালভাবে পালিত হওয়া এই আয়োজনের নাম দেওয়া হয় ‘ই-বৈশাখ ১৪২৭।’ চারুকলা অনুষদের সাবেক শিক্ষার্থী জনি মাহমুদের সঞ্চালনায় মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এ উৎসবে চারুকলার শিক্ষার্থীসহ দেশের এবং দেশের বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভিডিও বার্তা পাঠান। অনলাইনে নাচ, গান, আবৃত্তি, করোনা সচেতনতামূলক ফ্যাশন শো এবং দূরবর্তী নাটক ‘কমলাকান্তের জবানবন্দী’ ও ‘অবাক জলপান সম্প্রচার করা হয়। বর্ষবরণের পুরো অনুষ্ঠান চারুকলা অনুষদের ইউটিউব চ্যানেল- রেডিও চারুতে সরাসরি সম্প্রচার করা হয়। অনুষদের প্রায় সকল শিক্ষার্থী নিজ ঘরে বসে এ অনুষ্ঠানটি উপভোগ করেন।

অনলাইনে বৈশাখ উদযাপন রাবি শিক্ষার্থীদের
চাপাইনবয়াবগঞ্জ থেকে ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি উপভোগ করেন চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের শিক্ষার্থী মনু মোহন বাপ্পা। তিনি বলেন, ‘শুরু থেকেই অনুষ্ঠানটি দেখছি। কিছুটা ভালো লাগছে আবার খারাপও লাগছে। এটা আমার ক্যাম্পাসের শেষ নববর্ষ। শেষ নববর্ষ এভাবে পালন করতে হবে কখনও আশা করিনি। পরিবেশ পরিস্থিতি ভালো থাকলে আমরা অনেক ভালো করে এবারে বর্ষবরণ করতাম। তবে এই পরিস্থিতিতেও যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে হলেও বৈশাখ উদযাপন করছি, এটা ভেবে ভালো লাগছে।’
আয়োজকরা বলছেন, ‘করোনা ভাইরাসের কারণে শিক্ষার্থীরা বিচ্ছিন্নভাবে অবস্থান করছে। সবার মধ্যে আতঙ্ক কাজ করছে। শিক্ষার্থীদের কিছুটা হলেও সাময়িক আনন্দ দিতে তাদের এ আয়োজন।’ চারুকলা অনুষদের ডিন অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর বলেন, ‘হোম কোয়ারেন্টিনে থাকতে থাকতে সবার মাঝে আতঙ্ক তৈরি হয়েছে। শিক্ষার্থীদের কিছুটা হলেও সাময়িক আনন্দ দিতে আমাদের এ আয়োজন। এছাড়াও এখানে যারা যুক্ত ছিল সবার সাথে কথা বলে আমরা করোনায় সহযোগিতার জন্যে একটি তহবিল গঠনের প্রচেষ্টা করছি।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশফেরত যাত্রীকে নিয়ে ফেরার পথে ট্রাকচাপায় ৫ জন নিহত
বিদেশফেরত যাত্রীকে নিয়ে ফেরার পথে ট্রাকচাপায় ৫ জন নিহত
মালবাহী ট্রেন লাইনচ্যুত, রাজবাড়ীতে রেল যোগাযোগ বন্ধ
মালবাহী ট্রেন লাইনচ্যুত, রাজবাড়ীতে রেল যোগাযোগ বন্ধ
ড. ইউনূসের বিরুদ্ধে বিচার শুরু হবে কিনা, জানা যাবে আজ
অর্থ আত্মসাতের মামলাড. ইউনূসের বিরুদ্ধে বিচার শুরু হবে কিনা, জানা যাবে আজ
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!