X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

করোনা ও শিক্ষার্থীদের স্বাস্থ্য প্রাধান্য পাবে জবি’র বাজেটে

জবি প্রতিনিধি
১৪ জুন ২০২০, ০২:২৩আপডেট : ১৪ জুন ২০২০, ০২:২৫

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস ও শিক্ষার্থীদের স্বাস্থ্যকে প্রাধান্য দিয়ে সাজানো হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আগামী বছরের বাজেট। ফলে সম্প্রসারণ করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার। ক্রয় করা হবে নতুন ১০টি বাস, প্রায় ৫ হাজার শিক্ষার্থীকে আনা হবে মেধা ও অবৈতনিক বৃত্তির আওতায় ও স্থাপন করা হবে কোভিড-১৯ শনাক্তকরণ ল্যাব।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
শনিবার (১৩ জুন) প্রতিবেদকের সাথে মুঠোফোন আলাপে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। সেক্ষেত্রে শিক্ষার্থীদের ৪ দফা দাবির অনেকটাই বাস্তবায়ন হবে বলে মনে করছেন উপাচার্য।
উপাচার্য বলেন, ‘বাজেট মূলত করোনা পরিস্থিতি মোকাবিলা ও শিক্ষার্থীদের স্বাস্থ্যকে প্রাধান্য দিয়ে সাজাচ্ছি। আমরা গত বছর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা দ্বিগুণ করেছিলাম। এবার সেটা কমপক্ষে ৫ গুণ করবো। শিক্ষার্থীরা যেন সামাজিক দূরত্ব বজায় রেখে ক্যাম্পাসে আসতে পারে সেজন্য দশটি নতুন বাস পরিবহন পুলে যুক্ত করা হবে।’
তিনি আরও বলেন, ‘মেডিক্যালে আরও ২ জন ডাক্তার নিয়োগ করা হয়েছে, ক্যাম্পাস খুললে তারা যোগ দেবেন। মেডিক্যালে ওষুধের বরাদ্দ ১০ গুণ বাড়ানো হবে। এছাড়াও মেডিক্যালে ইসিজি মেশিন ও রক্ত পরীক্ষার জন্য প্যাথলজিক্যাল ল্যাব স্থাপন করা হবে। এছাড়া কোভিড-১৯ শনাক্তকরণে ল্যাব স্থাপন করা হবে।’
এক্ষেত্রে শিক্ষার্থীদের দাবিকৃত ৪ দফার কতোটা বাস্তবায়ন হবে জানতে চাইলে উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের দাবি বলে না, আমরা এগুলো আগে থেকেই ভেবে রেখেছিলাম। তবে অনেকটাই বাস্তবায়ন হবে এসব দাবি। ছাত্রী হল ক্যাম্পাস খোলার পরই খুলে দেওয়া হবে। আর বাড়ি ভাড়ার বিষয়ে আমরা সাবেক প্রক্টর অধ্যাপক ড. নূর মোহাম্মদকে দায়িত্ব দিয়েছি। তিনি সবার সঙ্গে আলোচনা করে সমাধান সুপারিশ করবেন। তারপর যেখানে যেখানে কথা বলতে হয় আমরা বলবো। আর সেমিস্টার ফি মওকুফের বিষয়টা তো আমরা চাইলেই হয় না, বাজেট চাইতে হবে সরকারের কাছে। আর শিক্ষার্থীদের বৃত্তির সংখ্যাটা তো আমরা কমপক্ষে ৫ গুণ করছিই।’

প্রসঙ্গত, এর আগে মেস ভাড়া সমস্যার সমাধানের জন্য ৪ দফা প্রস্তাব দেওয়া হয় শিক্ষার্থীদের পক্ষ থেকে। ৪ দফার মধ্যে রয়েছে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, দ্রুত মেস ভাড়া কমপক্ষে ৫০% মওকুফের ব্যবস্থা নেওয়া, সেমিস্টার ফিসহ অন্যান্য ফি মওকুফ করা এবং ক্যাম্পাস খোলার এক সপ্তাহের মধ্যেই ছাত্রী হল চালু করা।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ