X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

‘জীবনে যা লিখেছি, ক্রোধ থেকে লিখেছি’

রাবি প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২১, ২৩:০০আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ২৩:০০

বিশিষ্ট ইতিহাসবিদ ও সাহিত্যিক অধ্যাপক মুনতাসীর মামুন বলেছেন, ‘আমার ছোট্ট জীবনে কী করতে পেরেছি, জানি না। তবে যা লিখেছি ক্রোধ থেকে লিখেছি। আমাদের সময়টি ছিলো ক্রোধের, দ্রোহের, যন্ত্রণার ও প্রেমের। এই কঠিন সময়ে ভালোবাসার বড্ড অভাব হয়। তবে আমি সবার অনেক ভালোবাসা পেয়েছি।’

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে আয়োজিত 'বাংলাভাষার ইতিহাস চর্চা: মুনতাসীর মামুনের বিচিত্র ভুবন' শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের পঞ্চাশ বছরপূর্তি উপলক্ষে হেরিটেজ আর্কাইভস ও বাংলাদেশ ইতিহাস সম্মীলনী যৌথভাবে এ দিনব্যাপী এই সেমিনারের আয়োজন করে।

অধ্যাপক মুনতাসীর মামুন আরও বলেন, ‘সম্মাননার জন্য আমি কোনও কাজ করিনি। মরোণোত্তর পুরস্কার ‘তিরস্কার’ স্বরূপ। আমি অনেক ভাগ্যবান, কারণ আমি জীবিত অবস্থায় এমন সম্মাননা পেয়েছি। আমি আজ গর্বিত। জীবদ্দশায় আমাকে নিয়ে আয়োজন হয়, সেটা আমি দেখে যেতে পারছি। আমি কর্মেই মুক্তি খুঁজেছি, কর্মেই আনন্দ খুঁজেছি।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাজ্জাদ বকুল’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হেরিটেজ আর্কাইভসের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সভাপতি অধ্যাপক মাহবুবর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইতিহাস সম্মিলনীর সাধারণ সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. চৌধুরী শহীদ কাদের।

দিনব্যাপী সম্মেলনের উদ্ধোধনী সেশনে সম্মানিত অতিথির বক্তব্যে বাংলা একাডেমির সভাপতি বিশিষ্ট ফোকলরবিদ বঙ্গবন্ধু অধ্যাপক শামসুজ্জামান খান বলেন, মুনতাসীর মামুন একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন। তিনি বৃত্ত ভেঙে বের হয়ে এসেছেন ইতিহাস ও মানুষের কাছে। মাঠে ময়দানে গিয়ে আব্দুল করিম সাহিত্য বিশারদ এর  উত্তরসূরির কাজটি করছেন মামুন।

এর আগে অনুষ্ঠানের শুরুতেই হেরিটেজ আর্কাইভস এর পক্ষ থেকে অধ্যাপক মুনতাসীর মামুনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে তার জীবন ও কর্ম নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

প্রসঙ্গত, দিনব্যাপী এ সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজের সদস্যসহ তিন শতাধিক ইতিহাস গবেষক অংশগ্রহণ করেন। এতে পাঁচটি সেশনে ১২টি প্রবন্ধ উপস্থাপন করা হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
বিদেশফেরত যাত্রীকে নিয়ে ফেরার পথে ট্রাকচাপায় ৫ জন নিহত
বিদেশফেরত যাত্রীকে নিয়ে ফেরার পথে ট্রাকচাপায় ৫ জন নিহত
মালবাহী ট্রেন লাইনচ্যুত, রাজবাড়ীতে রেল যোগাযোগ বন্ধ
মালবাহী ট্রেন লাইনচ্যুত, রাজবাড়ীতে রেল যোগাযোগ বন্ধ
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!