X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

প্রভাত ফেরি দেরিতে হওয়ায় ছাত্র ইউনিয়নের ক্ষোভ

চবি প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২১, ২০:২৪আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ২০:২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রভাত ফেরি দেরিতে হওয়ায় প্রতিবাদ জানিয়েছে ছাত্র ইউনিয়ন। গত বছর থেকে ভোরের বদলে সকাল দশটার সময় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন উপাচার্য। এতে প্রশাসনের হাত ধরে ভোরের প্রভাত ফেরি সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। 

রবিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সংগঠনটির চবি সংসদের দপ্তর সম্পাদক সাজাং চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি একুশের ভোরের প্রভাতফেরি সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে এবং সেটি প্রশাসনের হাত ধরেই। গত বছর থেকেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ শহীদ মিনারে একুশে ফেব্রুয়ারির শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন বেলা ১০টায়। শুধু তাই নয়, এর আগে প্রভাত ফেরি শেষ করে আসা বিভিন্ন সংগঠনের কাউকেই শহীদ বেদীতে ফুল দিতে দেওয়া হচ্ছে না। এর ফলে আবহমানকাল ধরে চলে আসা ‘প্রভাত ফেরি’ শব্দটি তার যথার্থতা হারাচ্ছে।’

ছাত্র ইউনিয়নের চবি সংসদের সাধারণ সম্পাদক আশরাফী নিতু বাংলা ট্রিবিউনকে বলেন, 'আমরা গত বছর প্রশাসনকে বিষয়টি অবগত করেছিলাম। আজকেও প্রক্টর কার্যালয় গিয়েছিলাম, কিন্তু তাদের পাইনি।

তবে এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া বাংলা ট্রিবিউনকে জানান, ‘বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন প্রস্তুতি কমিটির সম্মিলিত সিদ্ধান্তে সময়গুলো নির্ধারণ করা হয়। এখন করোনা পরিস্থিতির কারণে এ সময়ে আয়োজন করা হয়। আর আজকে জাতীয় দিবস উপলক্ষে তো সরকারি ছুটি। তাই প্রক্টর কার্যালয় বন্ধ থাকে। তবে আমরা ক্যাম্পাসেই আছি, উপাচার্য কার্যালয়ে আলোচনা সভায় ছিলাম।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা