X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ইবির সব পরীক্ষা স্থগিত, ছাত্র ইউনিয়নের প্রতিবাদ

ইবি প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২১, ২০:১৪আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ২০:১৪

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সব পরীক্ষা স্থগিত করার নির্দেশ দিয়েছে প্রশাসন। এজন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের চলমান সব বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মু. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান এবং পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়ে বিবৃতি দিয়েছে ছাত্র ইউনিয়ন।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির চূড়ান্ত পরীক্ষা ছাড়াও মান উন্নয়ন পরীক্ষাগুলো চলছিল। এছাড়া কিছু বিভাগ নতুন করে পরীক্ষার ঘোষণা দিয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘সরকারের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনও সুযোগ আমাদের নেই। এটি নির্বাহী আদেশ। এজন্য পরীক্ষাগুলোও স্থগিত করা হয়েছে। তবুও আগামীকাল ডিনস কমিটির জরুরি সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

এদিকে বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থী আরিফ বলেন, ‘পরশু পরীক্ষা হবে জেনে মাত্র ঢাকা থেকে আসলাম। মেস ভাড়া করেছি। এখন আবার পরীক্ষা বন্ধ। এমন বিড়ম্বনা সত্যিই কষ্টদায়ক।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি নুরুন্নবী সবুজ ও সম্পাদক জি কে সাদিক স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ‘শিক্ষামন্ত্রী প্রেস বিফ্রিংয়ে বলেছেন, আগামী ১৭ মে হল খুলে ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষা-কার্যক্রম শুরু হবে। আমরা এই ঘোষণার প্রতিবাদ জানাই। দেশের সব প্রতিষ্ঠান করোনা মহামারির ভেতর চালু থাকলেও শুধু শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে। এটা সরকারের খামখেয়ালি সিদ্ধান্ত। দেড় লাখ আবাসিক শিক্ষার্থীকে ভ্যাক্সিন দিতে কেন তিন মাস সময় লাগবে সেই প্রশ্নও আমরা শিক্ষামন্ত্রীর কাছে রাখতে চাই। ১১ মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় দীর্ঘ সেশনজটের সামনে দাঁড়িয়ে আছেন শিক্ষার্থীরা। শিক্ষা শেষে এদেশে কর্মসংস্থানের কোনও নিশ্চয়তা নেই। সরকারি চাকরির পরীক্ষাগুলোয় বয়সসীমা বাড়ানো হচ্ছে না। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রেখে শিক্ষাব্যবস্থা ধ্বংসের পাঁয়তারা করছে সরকার। আমরা এই অপচেষ্টা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।’

এর আগে সকাল থেকে হল খোলার দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন ও বিভিন্ন হলের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: বিচারের অপেক্ষায় এক দশক পার
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: বিচারের অপেক্ষায় এক দশক পার
জাতীয় পার্টির (কাদের) কেন্দ্রীয় বর্ধিত সভা শুরু
জাতীয় পার্টির (কাদের) কেন্দ্রীয় বর্ধিত সভা শুরু
লোহিত সাগরে এন্ড্রোমিডা স্টার জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
লোহিত সাগরে এন্ড্রোমিডা স্টার জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
‘আমার স্ত্রী শুধু অন্যের পরামর্শ শোনে’
‘আমার স্ত্রী শুধু অন্যের পরামর্শ শোনে’
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!