X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

শাবিতে ইঞ্জিনিয়ারিং অনুষদের আন্তর্জাতিক সম্মেলন শুরু

শাবি প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২৩আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি গবেষণা ও উদ্ভাবন ও শিক্ষা বিষয়ক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আইসিইআরআইই-২০২১ শুরু হয়েছে। করোনা পরিস্থিতির কারণে প্রথমবারের মতো অনলাইনে অনুষ্ঠিত হলে ৬ষ্ঠ বারের মতো সম্মেলনটির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদ। 

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের ২৩২ নম্বর কক্ষে এ কনফারেন্সের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

সম্মেলন পরিচালনা কমিটির প্রধান ও অ্যাপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মুশতাক আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম। এসময় সম্মেলনের সেক্রেটারি অধ্যাপক ড. মুহাম্মদ মুহসিন আজিজ খান শুভেচ্ছা বক্তব্য রাখেন।

সম্মেলনটিতে ইউএসও, ইতালি বেলজিয়াম, বেলারুশ, দক্ষিণ কুরিয়া ও জার্মানিসহ ১২টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষকরা অংশ নিচ্ছেন। সম্মেলনটি প্ল্যানারি, টেকনিক্যাল ও পোস্টার এ তিন সেশনে অনুষ্ঠিত হচ্ছে। প্ল্যানারি সেশনে দেশ ও বিদেশের প্রখ্যাত অধ্যাপক ও গবেষকরা চারটি কি-নোট ও ছয়টি ইনভাইটেড পেপার উপস্থাপন করবেন। এছাড়া ১৫৬টি গবেষণা প্রবন্ধ ও ১০টি পোস্টার পেপার উপস্থাপন করা হবে। পাশাপাশি পাঁচ ক্যাটাগরিতে ৫টি ‘বেস্ট পেপার’ অ্যাওয়ার্ড ও একটি ‘বেস্ট পোস্টার’ অ্যাওয়ার্ড দেওয়া হবে বলে জানান কনফারেন্স সেক্রেটারি অধ্যাপক ড. মুহসিন আজিজ খান।

উদ্বোধনী অনুষ্ঠানে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘গবেষক ও ইন্ড্রাস্ট্রিয়াল কমিউনিটির জন্য এই সম্মেলনটি একটি বড় সুযোগ। দেশ-বিদেশের গবেষক এবং উদ্ভাবকবৃন্দ অংশগ্রহণ করছেন এ সম্মেলনে। যেখানে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত গবেষণা, উদ্ভাবন ও তার কার্যকারিতা নিয়ে বৈশ্বিকভাবে আলোচনা হবে। এই সম্মেলনের মাধ্যমে গবেষকরা তাদের গবেষণা এবং গবেষণার মাধ্যমে প্রাপ্ত জ্ঞান একে অপরের সাথে শেয়ার করতে পারবেন এবং তথ্যগুলো পরবর্তীতে গবেষণায় নতুন মাত্রা যোগ করার পাশাপাশি প্রযুক্তি, গবেষণায় ও উদ্ভাবনে বিশেষ অবদান রাখবে।'

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত