X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

অ্যানিমেশন চলচ্চিত্র 'মুজিব আমার পিতা' নিয়ে আলোচনা অনুষ্ঠিত

ক্যাম্পাস রিপোর্ট
০৭ মার্চ ২০২১, ০১:৫৫আপডেট : ০৭ মার্চ ২০২১, ০১:৫৫

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে ৫ মার্চ 'মুজিব আমার পিতা: বাংলাদেশে অ্যানিমেশন ফিল্মের নবদিগন্ত' শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। আইসিটি মন্ত্রণালয়ের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের এই আয়োজনে বাংলাদেশে অ্যানিমেশন ফিল্মের বাস্তবতা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন আইসিটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, 'মুজিব আমার পিতা' অ্যানিমেশনটির পরিচালক সোহেল মোহাম্মদ রানা, লিড ক্যারেক্টার ডিজাইনার আরাফাত করিম, লিড ব্যাকগ্রাউন্ড ডিজাইনার পল্লব কুমার মোহন্ত, রিসার্চের তন্ময় আহমেদ ও লিড ইন কালার মনিরা আলম।

অ্যানিমেশন চলচ্চিত্র 'মুজিব আমার পিতা' নিয়ে আলোচনা অনুষ্ঠিত

বাংলাদেশের প্রথম ফিচার-লেংথ অ্যানিমেশন ফিল্ম 'মুজিব আমার পিতা।' আইসিটি মন্ত্রণালয়ের গেম অ্যান্ড অ্যাপ প্রজেক্টের আওতায় বিএমআইটি সল্যুশনের সহযোগিতায় প্রোল্যান্সার স্টুডিওতে নির্মিত দ্বিমাত্রিক অ্যানিমেশনটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে নির্মিত ও চলতি বছরে মুক্তি পাবে।

আলোচনায় মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, 'এই অ্যানিমেশন ফিল্মের মাধ্যমে একদিকে যেমন বঙ্গবন্ধুর কর্মময় ও সংগ্রামী জীবনকে তরুণ প্রজন্মের কাছে আরও আকর্ষণীয় করে তুলে ধরা সম্ভব হবে, সেইসাথে বাংলাদেশকে পৃথিবীর বুকে অ্যানিমেশন হাব হিসেবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি তরুণ অ্যানিমেটরদের সহায়তা করা, কাজের ক্ষেত্র তৈরি করা, দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বিশ্বমানের অ্যানিমেটর ফিল্ম তৈরিতেও এটি অবদান রাখবে। সর্বোপরি সুস্থ চলচ্চিত্র ও সুস্থ সমাজ গঠনে 'মুজিব আমার পিতা' অ্যানিমেশন ফিল্মটি বড় অবদান রাখবে।'

অ্যানিমেশন চলচ্চিত্র 'মুজিব আমার পিতা' নিয়ে আলোচনা অনুষ্ঠিত

অ্যানিমেশনটির পরিচালক সোহেল মোহাম্মদ রানা তার অভিজ্ঞতার কথা ব্যক্ত করতে গিয়ে বলেন, 'মুজিব আমার পিতা' ফিল্মটি বানানোর ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি আমরা। আমাদের টিমের পরিশ্রম ও মন্ত্রণালয়ের আন্তরিকতার ফসল এ চলচ্চিত্রটি।'

অ্যানিমেশনটির রিসার্চ টিমের তন্ময় আহমেদ বলেন, 'তরুণদের কাছে তাদের মতো করে বাংলাদেশের ইতিহাস ও বঙ্গবন্ধুর বার্তা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা থেকে এই ফিল্মটি নির্মিত। এ প্রজন্মের অরাজনৈতিক অংশের জন্য এই ধরণের কাজ খুবই উপযোগী। এছাড়াও এ উদ্যোগ তরুণ নির্মাতাদের কাজের বিশাল ক্ষেত্র তৈরি করবে।'

বাংলাদেশে অ্যানিমেশন চলচ্চিত্রের সম্ভাবনাময় ভবিষ্যতের এক উজ্জ্বল দৃষ্টান্ত এই চলচ্চিত্রটি। আয়োজনটি অনলাইন প্ল্যাটফর্ম 'জুম' এ অনুষ্ঠিত হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের ফেসবুক পেইজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো নদীতে
বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো নদীতে
বাসায় ফিরেছেন খালেদা জিয়া
বাসায় ফিরেছেন খালেদা জিয়া
গাজায় যুদ্ধবিরতি: মিসর ও কাতারের সঙ্গে হামাসের আলোচনা
গাজায় যুদ্ধবিরতি: মিসর ও কাতারের সঙ্গে হামাসের আলোচনা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা