X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

আলোর মুখ দেখছে না কুবির শিক্ষার্থী কল্যাণ ফান্ড

কুবি প্রতিনিধি
২১ এপ্রিল ২০২১, ১৪:০৮আপডেট : ২১ এপ্রিল ২০২১, ১৪:০৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রতিষ্ঠার ১৫ বছরে পা দিলেও বিশ্ববিদ্যালয়ে এখনও নেই কোনও কেন্দ্রীয় শিক্ষার্থী কল্যাণ ফান্ড। শিক্ষার্থীদের জন্য কেন্দ্রীয় কল্যাণ ফান্ড গঠনের উদ্দেশ্যে গত বছর একটি আহ্বায়ক কমিটি গঠন করা হলেও এখনও সেই কল্যাণ ফান্ড আলোর মুখ দেখেনি।

অথচ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়ে শিক্ষার্থীদের যে রসিদ পূরণের মাধ্যমে নির্দিষ্ট অর্থ জমা দিতে হয় সেখানে ‘শিক্ষার্থী কল্যাণ ফি’ নামে একটি খাতের নাম উল্লেখ আছে। শিক্ষার্থীরা বলছেন, কেন্দ্রীয় এই ফান্ড গঠন হলে করোনাকালীন আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থী ও বিভিন্ন সময়ে দুরারোগ্য ব্যধিতে ভোগা শিক্ষার্থীদের ব্যয়বহুল চিকিৎসাব্যয় মেটানো শিক্ষার্থীদের জন্য সহজ হতো।

বিশ্ববিদ্যালয়ের অফিস আদেশ সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৩ জুন উপাচার্যের নির্দেশে বাংলা বিভাগের অধ্যাপক ও শিক্ষার্থী পরামর্শক ও নির্দেশক শাখার পরিচালক ড. জি.এম. মনিরুজ্জামানকে আহ্বায়ক ও অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক মো: নাছির উদ্দিনকে সদস্য সচিব করে শিক্ষার্থী কল্যাণ ফান্ড গঠনের জন্য ১০ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিলো।

এ ব্যাপারে জানতে গঠিত কমিটিটির আহ্বায়ক ড. জি.এম. মনিরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আমাদের আহ্বায়ক কমিটি থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছিলো। সেই চিঠিতে এ যাবতকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ফান্ডে কী পরিমাণ অর্থ জমা হয়েছে এবং এখন কী পরিমাণ অর্থ আছে তা জানতে চাওয়া হয়েছিলো। পাশাপাশি শিক্ষার্থী কল্যাণ ফান্ডের জন্য একটি আলাদা অ্যাকাউন্ট খোলার বিষয়ে বলা হয়। আমরা এ পর্যন্ত আবেদন করে রেখেছি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এ বিষয়ে আমার জানা মতে, এখন পর্যন্ত কোনও উদ্যোগ নেওয়া হয়নি।’

অন্যদিকে কমিটিটির সদস্য সচিব বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক মো: নাছির উদ্দিন বলেন, ‘আমরা মিটিং করে আমাদের সুপারিশগুলো রেজিস্ট্রার দপ্তরে পাঠিয়েছিলাম। তবে এখন পর্যন্ত কোনও ফিডব্যাক পাইনি।’

এদিকে এতদিনেও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী কল্যাণ ফান্ড না হওয়ায় হতাশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ব্যাপারে লোকপ্রশাসন বিভাগে শিক্ষার্থী আতিকুজ্জামাল তানজিল বলেন, ‘প্রায়ই বিশ্ববিদ্যালয়ে ক্যানসারের মতো দুরারোগ্য ব্যধিতে ভোগা শিক্ষার্থীদের চিকিৎসার বড় অঙ্কের অর্থের প্রয়োজন হয়। যদি আমাদের এই শিক্ষার্থী কল্যাণ ফান্ডটা থাকতো, তাহলে আমরা এখান থেকে কিছুটা হলেও সহযোগিতা পেতাম।’

শিক্ষার্থীদের কল্যাণেই এই ফান্ডটি বাস্তবায়ন করা জরুরি বলে উল্লেখ করে বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. বনানী বিশ্বাস বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয়ভাবে সহযোগিতা ফান্ড করলে তো ভালো হয়। এটা অন্তত মানবিক একটি দিক। আমিও অনেক সময় বিভাগের শিক্ষার্থীদের নিয়ে স্ট্রাগল করেছি। একটা নীতিমালার মাধ্যমে এটা চালু করা গেলে অনেক শিক্ষার্থী এতে উপকৃত হবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ‘সহযোগিতা ফান্ড গঠনের জন্য আহ্বায়ক কমিটি করা হয়েছিলো। কিন্তু পরবর্তী সময়ে শ্রেণি কার্যক্রম চালু হওয়ার পরিস্থিতি তৈরি হওয়ায় এটা নিয়ে আর ভাবা হয়নি।’

বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থী কল্যাণ ফান্ডের প্রয়োজনীয়তার ব্যাপারে তিনি বলেন, ‘প্রতি বছর আল্লাহ না করুক দুই একজন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হতে পারে। তখন ৩০-৪০ লাখ টাকা তো আর বিশ্ববিদ্যালয় প্রশাসন দিতে পারবে না। এটা তো ছাত্ররা চাঁদা উঠাবে, শিক্ষকেরা দেবেন, সবাই মানবিক দিক থেকে দেখবে। এটার জন্য তো আর বিশেষ ফান্ড থাকে না।’

তবে শিক্ষার্থী কল্যাণের টাকা আলাদা ডিপোজিট করে সেখান থেকে শিক্ষার্থীদের সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা