X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ঢাবির হলের বারান্দায় ফাটল: পর্যবেক্ষণে কমিটি গঠন

ঢাবি প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৭আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৮

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রতিষ্ঠাকালীন হল স্যার সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের দ্বিতীয় তলার বারান্দায় ফাটল পর্যবেক্ষণে ছয় সদস্যদের পর্যবেক্ষক কমিটি গঠন করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, হল সংস্কারে আরও একটি কমিটি গঠন করা হবে।

পর্যবেক্ষক কমিটির আহ্বায়ক করা হয়েছে সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ মো. মজিবুর রহমানকে। বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, কমিটিতে বিশ্ববিদ্যালয়ের দু’জন প্রকৌশলী ও বুয়েটের তিনজন বিশেষজ্ঞকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

তিনি বলেন, এসএম হলের দ্বিতীয় তলার বারান্দায় এই ফাটল প্রায় ২০০০ সাল থেকে। এটি ক্রমান্বয়ে বড় হতে হতে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। গত জুলাই-আগস্টে করা প্রতিবেদনের ভিত্তিতে উপাচার্য ছয় সদস্যের পর্যবেক্ষক কমিটি গঠন করে দেন। কমিটির বুয়েটের বিশেষজ্ঞরা হলের এই অংশসহ আরও ২৫-৩০টি রুমে শিক্ষার্থীদের রাখতে নিষেধ করেন। সেই নির্দেশনা অনুযায়ী ছাত্রদের হলের ওই অংশ থেকে সব আসবাবপত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হলের ৭০ শতাংশ শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়ে গেছে। যারা এখন সিট পায়নি তাদের হল অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হলের নকশা তৈরি করে দিতে বলেছেন। পুরাতন ও ঐতিহ্যবাহী হল বলে এর সংস্কারেও সময় লাগবে। সংস্কারের জন্য আলাদা কমিটি গঠন করা হবে।

উল্লেখ্য, ১৯৩১ সালের ১১ আগস্ট মোগল স্থাপত্যের আদলে তৈরি হয় এই হল। শুরুতে ১৭৮ জন শিক্ষার্থী নিয়ে সলিমুল্লাহ মুসলিম হলের যাত্রা শুরু হলেও বর্তমানে হলের আবাসিক ছাত্র সংখ্যা ৭ শতাধিক। হলের এই অংশটি প্রথম বর্ষের শিক্ষার্থীদের গণরুম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
বিদেশফেরত যাত্রীকে নিয়ে ফেরার পথে ট্রাকচাপায় ৫ জন নিহত
বিদেশফেরত যাত্রীকে নিয়ে ফেরার পথে ট্রাকচাপায় ৫ জন নিহত
মালবাহী ট্রেন লাইনচ্যুত, রাজবাড়ীতে রেল যোগাযোগ বন্ধ
মালবাহী ট্রেন লাইনচ্যুত, রাজবাড়ীতে রেল যোগাযোগ বন্ধ
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!