X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

কারাগারে বসেই ঢাবির ভর্তি পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী

ঢাবি প্রতিনিধি
০২ অক্টোবর ২০২১, ১৬:০২আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১৬:৩৫

আজ শনিবার (২ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। আর এই পরীক্ষায় কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বসে অংশগ্রহণ করেছেন এক ভর্তিচ্ছু শিক্ষার্থী। ওই শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে পরীক্ষায় বসার সুযোগ করে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড এ কে এম গোলাম রাব্বানী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমাদের ভর্তিচ্ছু এক শিক্ষার্থী ঢাকার কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আছে। সেই শিক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের রায় ছিল- তার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা যায় কিনা। তখন আমরা কারাগারেই সেই শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছি।

ওই শিক্ষার্থীর পরিচয় জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী বলেন, ‘তার একটি ব্যক্তিগত জীবন আছে। এটি প্রকাশ না করাই ভালো।’

কী অভিযোগে অভিযুক্ত সেই শিক্ষার্থী সেটিও প্রকাশ না করার অনুরোধ করে তিনি আরও বলেন, সে (পরীক্ষার্থী) কী অভিযোগে অভিযুক্ত এটি আমাদের দেখার বিষয় না। আমাদের কাছে আদালতের রায় এসেছিল, আর আমরা দু’জন শিক্ষক এবং একজন কর্মকর্তা পাঠিয়ে সেই শিক্ষার্থীর পরীক্ষার ব্যবস্থা করেছি।’

বেলা ১১টার আগেই বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী এবং দু’জন শিক্ষক ওই শিক্ষার্থীর পরীক্ষা নিতে কারাগারে পৌঁছান। পরীক্ষা পরিদর্শকের দায়িত্বে থাকা দুই শিক্ষক হলেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারি অধ্যাপক মাসুম বাকি বিল্লাহ এবং সঙ্গীত বিভাগের সহকারী অধ্যাপক এনামুল হক। এছাড়া প্রক্টর অফিসের কর্মকর্তা কোমের আলীও সেখানে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে পরীক্ষার সময় পরিদর্শকের দায়িত্বে থাকা সঙ্গীত বিভাগের সহকারী অধ্যাপক এনামুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেকই এই শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়েছে। এসময় ভর্তি পরীক্ষার সকল নিয়ম পরিপালন করা হয়েছে। যতক্ষণ আগে খাতা দেওয়ার কথা বা যখন প্রশ্নপত্র দেওয়ার কথা সব নিয়মই সঠিকভাবে পালন করা হয়েছে। আর এটি আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে।’

/ইউএস/
সম্পর্কিত
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ প্রতিমন্ত্রীর
এনএসইউতে সামার-২০২৪ সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ঢাবির সব ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
সর্বশেষ খবর
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
‘তাই বলে ১৯ গোল খাবো!’
‘তাই বলে ১৯ গোল খাবো!’
বিকেএসপি কাপ ভলিবলে লাল দল চ্যাম্পিয়ন
বিকেএসপি কাপ ভলিবলে লাল দল চ্যাম্পিয়ন
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!