X
সোমবার, ২৭ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

ট্রেন থেকে সিলেটে নেমে ছুরিকাঘাতে শাবি শিক্ষার্থী আহত

শাবি প্রতিনিধি
২১ নভেম্বর ২০২১, ১৩:৪৩আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৩:৪৩

বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে সিলেটের আখালিয়া আবাসিক এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী সায়মা আলম। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

রবিবার (২১ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আলমগীর কবীর।

শাবি প্রক্টর বলেন, রবিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৫টায় ঢাকা থেকে ট্রেনযোগে ওই শিক্ষার্থী সিলেট আসেন। স্টেশনে নামার পর সিএনজি নিয়ে তিনি ক্যাম্পাসে ফিরছিলেন। পথে তপোবন-আখালিয়া আবাসিক এলাকার ফাঁকা জায়গায় মোটরসাইকেলে দুই জন আরোহী তার পথ আটকায়। পরে ছুরি বের করে তার কাছে যা কিছু আছে তা দিয়ে দিতে বলে। ভুক্তভোগী শিক্ষার্থী তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলে তার বাম পায়ে ছুরি দিয়ে আঘাত করে তার কাছে থাকা ব্যাগ, ল্যাপটপ, মোবাইল, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা। ওই শিক্ষার্থীর সন্দেহ, সিলেটে নামার পর থেকেই মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীরা তাকে ফলো করেছে। 

প্রক্টর আরও বলেন, আমি বিষয়টি জানা মাত্রই তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করি। বর্তমানে সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার পায়ে ছোট একটি অপারেশন হয়েছে, তবে বিপদমুক্ত। বিষয়টি আমি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি। লিখিত অভিযোগের প্রেক্ষিতে তারা যথাযথ ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।

উল্লেখ্য, সিলেটে শাবি শিক্ষার্থীসহ সাধারণ জনগণের ছিনতাইয়ের শিকার হওয়া নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এমনকি ২০১৮ সালের মার্চ মাসে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারান অর্থনীতি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের মাহিদ আল সালাম। এছাড়া প্রতিনিয়ত সিলেট নগরীর বিভিন্ন জায়গায় ছিনতাইয়ের মতো ঘটনা প্রতিনিয়ত ঘটছে। তবে এর কোনও স্থায়ী সমাধান পাচ্ছেন না সিলেটবাসী।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘গম্ভীর বলেছিলেন, আমরা ট্রফি উঁচিয়ে ধরলেই সবচেয়ে বেশি খুশি হবো’
‘গম্ভীর বলেছিলেন, আমরা ট্রফি উঁচিয়ে ধরলেই সবচেয়ে বেশি খুশি হবো’
যুক্তরাজ্যের এমপি হতে লেবারের হয়ে লড়বেন আরেক ব্রিটিশ বাংলাদেশি
যুক্তরাজ্যের এমপি হতে লেবারের হয়ে লড়বেন আরেক ব্রিটিশ বাংলাদেশি
ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে চট্টগ্রামের ১২ হাজার মানুষ
ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে চট্টগ্রামের ১২ হাজার মানুষ
ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির আরও অভিযোগ দুদকে
ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির আরও অভিযোগ দুদকে
সর্বাধিক পঠিত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
কখন উপকূল অতিক্রম করতে পারে ‘রিমাল’?
কখন উপকূল অতিক্রম করতে পারে ‘রিমাল’?
ধানমন্ডিতে হকারদের সড়ক অবরোধ
ধানমন্ডিতে হকারদের সড়ক অবরোধ