X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

রাবি প্রক্টরের পদত্যাগ দাবি

রাবি প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২২, ১৫:৫৬আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১৫:৫৬

ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ উল্লেখ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্টর (ভারপ্রাপ্ত) লিয়াকত আলীর পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা।

তিন দিনের ব্যবধানে ক্যাম্পাসে দুইবার ছিনতায়ের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (৪ জানুয়ারি) আয়োজিত এক মানববন্ধনে শিক্ষার্থীরা এই দাবি জানান। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

কর্মসূচিতে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের হল একজন শিক্ষার্থীর দ্বিতীয় আবাসস্থল। নিজের আবাসস্থলে যখন একজন শিক্ষার্থীর অজানা আতঙ্কে বসবাস করতে হয়, সেখানে কীভাবে তারা পড়াশোনায় মনযোগী হবে? বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি নিরাপত্তা না দিতে পারে, তাহলে শিক্ষার্থীরা নিজেদের নিরাপত্তা নিজেরাই করে নেবে।

রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর বলেন, ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা, প্রক্টোরিয়াল বডি ও পুলিশ প্রশাসনের কাজ কী? তারা কি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পারছেন? সম্প্রতি ক্যাম্পাসে তিনটি ছিনতাইয়ের ঘটনায় প্রশাসনের কোনও পদক্ষেপ নিতে দেখিনি। আমার মনে হয়, এই ছিনতাই চক্রের সঙ্গে প্রক্টর নিজেই জড়িত। প্রক্টর যদি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা না দিতে পারেন তাহলে তিনি অনতিবিলম্বে পদত্যাগ করুক।

এ সময় ‘নিরাপত্তার অজুহাতে নারী শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করো’, ‘ক্যাম্পাসে নিরাপত্তা নাই কেন? প্রশাসন জবাব চাই’, ‘দায়িত্ব পালনে ব্যর্থ প্রক্টরের পদত্যাগ চাই’, ‘সিসি ক্যামেরার কাজ কি? প্রশাসন জবাব চাই’, লেখা সংবলিত প্ল্যাকার্ড শিক্ষার্থীদের হাতে দেখা যায়।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মাহমুদ সাকির সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখনে ছাত্র অধিকার পরিষদের রাবি শাখার সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ, শাখা ছাত্র ইউনিয়ের সাধারণ সম্পাদক মিঠুন চন্দ্র মহোন্থ ও বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক রঞ্জু হাসান প্রমুখ।

/এসএইচ/
সম্পর্কিত
‘বাবার কিছু হয়ে গেলে কেউ কি ফিরিয়ে দিতে পারতো?’
প্রতিদিন খোয়া যাচ্ছে সহস্রাধিক মোবাইল, উদ্ধারে আগ্রহ কম পুলিশের
‘ভারতের পণ্য বর্জন আন্দোলন চলছে, চলবে’
সর্বশেষ খবর
ঢাকা লিগের কারণে জিম্বাবুয়ে সিরিজের শুরুতে খেলবেন না সাকিব!
ঢাকা লিগের কারণে জিম্বাবুয়ে সিরিজের শুরুতে খেলবেন না সাকিব!
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
বুধবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
বুধবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
প্রতিদিন খোয়া যাচ্ছে সহস্রাধিক মোবাইল, উদ্ধারে আগ্রহ কম পুলিশের
প্রতিদিন খোয়া যাচ্ছে সহস্রাধিক মোবাইল, উদ্ধারে আগ্রহ কম পুলিশের