X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শাবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল

ঢাবি প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২২, ২২:০৯আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ২২:০৯

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও ছাত্রলীগের হামলার ঘটনার প্রতিবাদে মশাল মিছিল করেছে ছাত্র অধিকার পরিষদ।

রবিবার (১৬ জানুয়ারি)  সন্ধ্যা ৭টায় মশাল মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে আবার রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, শাবিপ্রবি ক্যাম্পাসে পুলিশ ঢুকে শিক্ষার্থীদের ওপর সাউন্ড গ্রেনেড, গুলি এবং টিয়ারশেল ছোড়ার নিন্দা জানাচ্ছি এবং এর জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে অবশ্যই জবাবদিহি করতে হবে। আমরা শাবিপ্রবির দিকে সজাগ দৃষ্টি রাখছি, শিক্ষার্থীদের ওপর আবার হামলার পাঁয়তারা করলে সারাদেশে ছাত্র অধিকার পরিষদ রাজপথে নামবে।

ঢাবি শাখার সহ-সভাপতি আসিফ মাহমুদ বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই—শাবিপ্রবি শিক্ষার্থীদের দাবি না মেনে যদি তাদের ওপর আবার কোন ধরনের হামলা করা হয় তাহলে সারাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রুখে দাঁড়াবে। অতীতেও শিক্ষার্থীদের ওপর হামলার ফলাফল কখনোই প্রশাসনের পক্ষে যায়নি, বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সকল নীতি নির্ধারকদের এই ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানাই। শাবিপ্রবির শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই সংহতি জারি থাকবে।

এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব,  ছাত্র অধিকার পরিষদ ঢাবি  শাখার সাহিত্য সম্পাদক জাহিদ আহসান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন এবং দফতর সম্পাদক সানাউল্লাহ প্রমুখ।

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা