X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রাবির নির্মাণাধীন একাডেমিক ভবন হিমেলের নামে করার আশ্বাস

রাবি প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২২, ২১:৪৮আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ২১:৪৮

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে ট্রাকের ধাক্কায় নিহত শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের নামে নির্মাণাধীন ২০তলা একাডেমিক ভবনের নামকরণের আশ্বাস দিয়েছেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। বুধবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলার মাঠে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষার্থীরা। এ সময় উপাচার্য এ আশ্বাস দেন।

এর আগে, মঙ্গলবার রাতে ওই ২০তলা ভবনের নির্মাণসামগ্রী আনার কাজে ব্যবহৃত মালবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত হন চারুকলার শিক্ষার্থী হিমেল। এরপর থেকে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

পূর্বঘোষণা অনুযায়ী বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন। আলোচনার শুরুতে উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের দাবির পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করেছে ও আসামি গ্রেফতার হয়েছে। ভারপ্রাপ্ত প্রক্টরকে অব্যাহতি দিয়ে নতুন প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। রাস্তায় লাইটের কাজ শুরু হয়েছে। নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে, ভারী যানবাহন চলাচলের সময় রাত ১২টা থেকে সকাল ৬টা করা হবে।’

তিনি আরও বলেন, ‘হিমেলের মায়ের যাবতীয় আর্থিক প্রয়োজনের দায়িত্ব নেওয়া হয়েছে। আপাতত তার মায়ের ব্যাংক অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া, আমি শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তার মাধ্যমে প্রধানমন্ত্রীর ফান্ড থেকে একটি অ্যামাউন্ট আনার চেষ্টা করবো। যেন একটি এফডিআর করা হলে হিমেলের মা প্রতি মাসে ৩৫-৪০ হাজার টাকা পায়।’

উপাচার্যের বক্তব্যের পর হিমেলের সহপাঠী ও শিক্ষার্থীরা আরও কয়েক দফা দাবি জানান। এগুলোর মধ্যে রয়েছে- হিমেলের পরিবারকে ন্যূনতম পাঁচ কোটি টাকা দেওয়া, বিশ্ববিদ্যালয়ের তিনটি ফটকের সামনে তিনটি পদচারী সেতু নির্মাণ করা, আহত রায়হান প্রামাণিক রিমেলের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহন, ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ বন্ধ ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করা, দুর্ঘটনায় জড়িত সবার দ্রুত বিচার নিশ্চিত করা।

উপাচার্য এসব দাবির মধ্যে প্রথমটি ব্যতীত অন্য দাবিগুলো বিবেচনা করার আশ্বাস দেন। আলোচনার শেষ দিকে উপাচার্য তার বক্তব্যে বলেন, ‘তোমরা সবাই শিক্ষার্থী, আমরা শিক্ষক। আমাদের সম্পর্কে যেন কোনও বৈরিতা না থাকে। কারও অপচেষ্টায় যেন এটা প্রভাবিত না হয়। আমরা শিক্ষার্থীদের বসবাসযোগ্য একটি ক্যাম্পাস গড়ে দিতে চাই।’

এ সময় প্রশাসনের পক্ষে সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল-ইসলাম, সদ্য নিয়োগ পাওয়া  প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস, প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক এম খলিলুর রহমান খান, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেসহ বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকরা উপস্থিত ছিলেন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পাঁচ শতাধিক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!