X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

অনুকূল পরিবেশ তৈরি হলে ডাকসু নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে: ঢাবি উপাচার্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৫২আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৫২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড. আখতারুজ্জামান বলেছেন, ডাকসু নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিকতার ঘাটতি নেই। দেশের অন্য কোনও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন না হলেও অনুকূল পরিবেশ তৈরি হলে পরবর্তী সময়ে ডাকসু নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এফডিসিতে শিক্ষাঙ্গনে অস্থিতিশীলতা প্রতিরোধে শিক্ষক শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে এক ছায়া সংসদে উপাচার্য এসব কথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণায় চৌর্যবৃত্তির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। যে সকল উপাচার্যের দুর্নীতি প্রমাণিত হয়েছে তাদেরকে আইনের আওতায় আনা উচিত। পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অনিয়ম ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকা উচিত নয়। ক্যাম্পাসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য ছাত্র-শিক্ষক উভয়কেই শব্দ চয়নে ও প্রতিপক্ষের সমালোচনায় দায়িত্বশীল আচরণ করতে হবে। উপাচার্য ছাত্রদের রাজাকারের বাচ্চা বলা অথবা ছাত্ররা শিক্ষককে নির্লজ্জ বলার মতো আচরণ গ্রহণযোগ্য নয়।

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসি'র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বড় দুই অংশীজন হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থী। ছাত্র-শিক্ষকের সুসম্পর্ক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের লাঠিপেটা, শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়াকে কেন্দ্র করে যা ঘটেছে তা ছিলো অত্যন্ত বেদনার।

ছায়া সংসদ প্রতিযোগিতায় কুমিল্লা ইউনিভার্সিটি'র বিতার্কিকদের পরাজিত করে চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটি’র বিতার্কিকরা বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলের মাঝে ট্রফি ও সনদ বিতরণ করা হয়।

/আরটি/এমএস/
সম্পর্কিত
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
কোড সামুরাই হ্যাকাথনের দ্বিতীয় পর্বের ফল প্রকাশ, ৪৬ দল নির্বাচিত
ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু: বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি
সর্বশেষ খবর
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে শামিল হয়েছেন’
‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে শামিল হয়েছেন’
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত