X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

প্রায়ই মদপানে অসুস্থ হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

নবাব আব্দুর রহিম, চবি প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২২, ২০:৩৪আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ২৩:১৮

প্রায়ই মদপানে অসুস্থ হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই সঙ্গে ঘটছে মৃত্যুর ঘটনা। বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের চিকিৎসকরা বলছেন, মদপানে অসুস্থ হয়ে প্রতি রাতেই চিকিৎসার জন্য আসেন শিক্ষার্থীরা। এর মধ্যে কারও কারও উন্নত চিকিৎসারও প্রয়োজন হয়। 

গত বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) অতিরিক্ত মদপানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।

বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের দেওয়া তথ্য:

বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের চিফ মেডিক্যাল অফিসার ডা. আবু তৈয়ব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রায় রাতেই শিক্ষার্থীরা মদপানে অসুস্থ হয়ে মেডিক্যাল সেন্টারে চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে অনেকেই পেটব্যথা, শারীরিক অসুস্থতা, ঘুমের সমস্যা ও শরীর জ্বালাপোড়ার কথা বলেন। তাদের কথাবার্তা ও অসুস্থতার লক্ষণ দেখে বোঝা যায়, মদপানের কারণে এমনটি হয়েছে। যাদের সুস্থ হওয়ার লক্ষণ দেখি, তাদের চিকিৎসা ও ওষুধ দিই। আবার কারও কারও শারীরিক অবস্থা এতটাই খারাপ থাকে, তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজে পাঠাতে হয়। এই সমস্যা এখন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে।’ 

মেডিক্যাল সেন্টারের আরেক চিকিৎসক মোহাম্মদ টিপু সুলতান বলেন, ‘এরকমও ঘটনা আছে, এক রাতে তিন-চার শিক্ষার্থী মদপানে অসুস্থ হয়ে চিকিৎসা নিতে এসেছেন। চিকিৎসা দেওয়ার পর সুস্থ হয়ে গেছেন। যাদের অবস্থা মারাত্মক হয়, তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজে পাঠিয়ে দিই। অসুস্থ হওয়া সবাই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।’

মদপানে শিক্ষার্থীর মৃত্যু:

অতিরিক্ত মদপানে গত বৃহস্পতিবার মারা গেছেন অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বেলায়েত হোসেন। সেদিন ভোর ৪টা ৪০ মিনিটে চবির মেডিক্যাল সেন্টারে চিকিৎসা নিতে যান তিনি। পরিস্থিতি বিবেচনায় তাকে তাৎক্ষণিক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। ভোর ৬টার দিকে সেখানেই তার মৃত্যু হয়। এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

চিকিৎসক মোহাম্মদ টিপু সুলতান বলেন, ‘বেলায়েত যখন মেডিক্যালে আসেন তখন অ্যালকোহল পয়জনিংয়ের কারণে অবস্থা খুবই খারাপ ছিল। এজন্য দ্রুত তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে পাঠাই। এটা ছিল রেয়ার কেস। এত জটিল কন্ডিশন নিয়ে খুব কম রোগীই আসেন। তার মুখ থেকে অ্যালকোহলের গন্ধ বের হচ্ছিল। তখন চিৎকার করে বেলায়েত বলছিলেন, আমার পেট জ্বালাপোড়া করছে, সব বেরিয়ে যাচ্ছে। এটি অ্যালকোহল পয়জনিংয়ের কারণে হয়েছিল। পরে তার মৃত্যু হয়।’

তিনি বলেন, ‘তাকে নিয়ে মেডিক্যালে যে এসেছিল তাকে জিজ্ঞাসা করলাম, কী খেয়েছিল বেলায়েত? তখন জানিয়েছে সন্ধ্যারাতে বন্ধুরা মিলে ‘কেরুর’ অ্যালকোহল খেয়েছে। বেলায়েত একটু বেশি খেয়ে ফেলেছিল।’

প্রশাসনের বক্তব্য:

শিক্ষার্থীদের হাতে কীভাবে মদ পৌঁছায় সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। খোঁজ নিয়ে জানা গেছে, ক্যাম্পাসের দুই নম্বর গেট, স্লুইসগেট, ফরেস্ট্রিসহ আরও কয়েকটি স্পটে মাদক কেনাবেচা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ক্যাম্পাসের ভেতরে-বাইরে ও ছাত্রাবাস এলাকায় যদি মদের সন্ধান পাই, সঙ্গে সঙ্গে অভিযান চালাই। তথ্য পেলে ক্যাম্পাসের বাইরেও অভিযান চালাই। আমাদের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসন সুনির্দিষ্ট তথ্য দিলে অল‌আউট অ্যাকশনে যাবো।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্পটে সব সময়ই আমাদের রাউন্ড চলে। তথ্য পেলে আমরা অভিযান চালাই। মাদকদ্রব্যের ব্যাপারে বিশ্ববিদ্যালয় খুব কঠোর অবস্থানে আছে।’

তিনি বলেন, ‘অভিভাবক হিসেবে শিক্ষার্থীদের বলবো, তোমাদের প্রধান কাজ জ্ঞান অর্জন করা। বাবা-মা অনেক কষ্টে এখানে পাঠিয়েছেন। মেধার স্বাক্ষর রেখেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ। এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে নিজেকে শেষ করে দিও না।’

/এএম/
সম্পর্কিত
রাজধানীর ফুটপাত থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার
পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ, পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি
বিখ্যাত চমচমের কারিগর শংকর সাহা মারা গেছেন
সর্বশেষ খবর
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ৩০ হাজার টাকা করার প্রস্তাব
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ৩০ হাজার টাকা করার প্রস্তাব
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
প্রাণ জুড়াবে কাঁচা আমের শরবত
প্রাণ জুড়াবে কাঁচা আমের শরবত
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!