X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

রাতভর নির্যাতনের পর ছাত্রীকে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ

রাবি প্রতিনিধি
০৫ মার্চ ২০২২, ২১:০১আপডেট : ০৫ মার্চ ২০২২, ২১:০১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তাপসী রাবেয়া হলের এক শিক্ষার্থীকে রাতভর নির্যাতনের পর ভোররাতে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে একই হলের ছয় ছাত্রীর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাতে হলের ‌‘খ’ ব্লকের চারতলায় এ নির্যাতনের ঘটনা ঘটে। 

এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী শনিবার (০৫ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। অভিযুক্তরা হলেন সমাজকর্ম বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মেফতাহুল জান্নাত মনিকা, উদ্ভিদবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস সূচনা, নাট্যকলার মাস্টার্সের শিক্ষার্থী আসমা বিনতি, চারুকলার শিক্ষার্থী স্মৃতি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মণীষা ও প্রাণিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাম্মী আক্তার প্রেমা।

লিখিত অভিযোগ ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি সপ্তাহের বৃহস্পতিবার তাপসী রাবেয়া হলের ‘খ’ ব্লকের চারতলায় নিয়মিত সভা হয়। সভায় প্রতিটি রুমের বর্ডারদের সমস্যা ও ফ্লোরে থাকার নিয়মাবলী নিয়ে আলোচনা হয়। বৃহস্পতিবারের সভা চলাকালে ওই ছাত্রী অসুস্থ থাকায় রুমে চলে যান। সেখানে রুমমেট তার সঙ্গে খারাপ আচরণ করেন। পরে ফ্লোরের কয়েকজনকে রুমমেট ডেকে আনলে তারাও ছাত্রীকে গালিগালাজ করেন। এসব বিষয় মোবাইল ফোনে রেকর্ড করছিলেন ভুক্তভোগী।

টের পেয়ে অভিযুক্তরা তার কাছ থেকে ফোন কেড়ে নেন এবং রেকর্ড ডিলিট করে দেন। পরবর্তী সময়ে ছাত্রীর ফোন থেকে রাত ৩টার দিকে তার স্বামী ফোন দেন অভিযুক্তরা।  রাত ৪টার দিকে তাকে মারধর করে হল থেকে বের করে দেন তারা।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘তারা আমার ফোন নিয়ে অনেক্ক্ষণ ব্যক্তিগত বিষয় ঘাটাঘাটি করেছিল। মারধরের পর হল থেকে বের করে দিলে হল সুপার আমাকে আয়াদের রুমে রাখেন। গত দুই দিন ধরে আমি রুমে যেতে পারছি না। আমার এক বান্ধবীর সঙ্গে অন্য হলে আছি। বিষয়টি আজ লিখিতভাবে প্রশাসনকে জানিয়েছি।’

এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগীর রুমমেট জান্নাতুল ফেরদৌস সূচনা বলেন, ‘বিষয়টি নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না।’

মেফতাহুল জান্নাত মনিকা বলেন, ‘রুমমেটের কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা কয়েকজন সিনিয়র ওই ছাত্রীকে নিয়ে বসেছিলাম। একপর্যায়ে অসুস্থবোধ করলে সূচনা তাকে রুমে নিয়ে যায়। এরপর রাত ১টার দিকে সূচনা আমার কাছে এসে বলে ওই ছাত্রী তাকে গালিগালাজ করেছে। এজন্য আমরা কয়েকজন ওদের রুমে যাই। সেখানে আমাদের সঙ্গে তর্ক ও গালিগালাজ করে ওই ছাত্রী। একপর্যায়ে আমাকে ধাক্কা দেয়। পরে হলের ম্যাডামকে জানালে তিনি এসে তাকে সঙ্গে নিয়ে যান। তাকে হল থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেনি।’

এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ফেরদৌসী মহল বলেন, ‘আমি বর্তমানে রাজশাহীর বাইরে আছি। তবে হলের ঘটনার বিষয়টি শুনেছি। আগামীকাল ফিরব। তারপর দুই পক্ষকে ডেকে এ বিষয়ের সমাধান করবো।’

জানতে চাইলে ছাত্র উপদেষ্টা মো. তারেক নূর বলেন, ‘হল থেকে শিক্ষার্থীকে বের করে দেওয়ার অভিযোগ পেয়েছি। হলের প্রাধ্যক্ষ এলে এ বিষয়ে একটা সমাধান হবে।’

/এএম/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ
কাগজে হাত মুছতে গিয়ে রাসেলস ভাইপারের কামড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু
তিন মামলায় মিল্টনের বিরুদ্ধে যত অভিযোগ
সর্বশেষ খবর
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার