X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

চবি ছাত্রলীগের ২ নেতাকে মারধর, অবরোধে অচল ক্যাম্পাস

চবি প্রতিনিধি
০১ জুন ২০২২, ১২:২৫আপডেট : ০১ জুন ২০২২, ১২:৩৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার (১ জুন) রাত ৩টায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী জোবরা ফতেপুর গ্রামের মদন শাহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

হামলার কারণে ভোর থেকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট মূল ফটকে তালা ঝুলিয়ে অবরোধ শুরু করেন ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। এর ফলে ক্যাম্পাস থেকে কোনও শিক্ষক বের হতে পারেননি। ক্যাম্পাসগামী কোনও বাসও ঢুকতে দেওয়া হয়নি। একই সঙ্গে ষোলশহর রেলওয়ে স্টেশনে অবরোধের ফলে শাটল ট্রেন চলাচলও বন্ধ রয়েছে।

জানা গেছে, রাত ৩টার দিকে মদন শাহ মাজার এলাকায় মারধরের শিকার হন শাখা ছাত্রলীগের ভিএক্স গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় ও মোহাম্মদ রাশেদ। তারা সাবেক চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী। তাদেরকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মারধরকারীরা স্থানীয় যুবলীগ নেতা মোহাম্মদ হানিফ ও ইকবালের অনুসারী বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ছাত্রলীগকর্মী নেয়ামত উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাতে এক নম্বর গেট থেকে ক্যাম্পাসে আসার সময় মাজার গেটে হানিফ-ইকবালের অনুসারীরা অতর্কিত হামলা চালায়। এতে দুর্জয় ভাই মারাত্মক আহত হয়েছেন। রাশেদ ভাইকেও মারধর করা হয়। এর বিচারের দাবিতে অবরোধ করছি।’

এ বিষয়ে জানতে অভিযুক্ত যুবলীগ নেতা মোহাম্মদ হানিফের মোবাইল ফোনে একাধিকবার কল দিয়েও যোগাযোগ সম্ভব হয়নি।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, ‘ভোর থেকেই ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গাগুলো অবরোধ করে রাখা হয়েছে। আমরা চেষ্টা করছি, কিন্তু এখনও সমাধান হয়নি। আজকে ক্লাস হওয়ার বিষয়েও কিছু বলতে পারছি না।’

/এসএইচ/
সম্পর্কিত
ভান মুন নোয়াম বমকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
বাসের ধাক্কায় চুয়েটের ২ শিক্ষার্থী নিহত, সহপাঠীদের আলটিমেটাম
কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রলীগ
সর্বশেষ খবর
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
‘মুম্বাইয়ের সঙ্গে দীর্ঘ সময় খেললে ব্রেইন ফেটে যাবে’
‘মুম্বাইয়ের সঙ্গে দীর্ঘ সময় খেললে ব্রেইন ফেটে যাবে’
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার: যেসব নির্দেশনা দিলো পিএসসি
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার: যেসব নির্দেশনা দিলো পিএসসি
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!