X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অসাম্প্রদায়িকতা গ্রহণযোগ্যতা বাড়ায়: ঢাবি উপাচার্য

ঢাবি প্রতিনিধি
১৭ জুন ২০২২, ১৯:১৭আপডেট : ১৭ জুন ২০২২, ১৯:১৭

অসাম্প্রদায়িকতা ও মানবিক মূল্যবোধ দ্বারা কোনও কিছু আবৃত হলে, সেটার গ্রহণযোগ্যতা বহুগুণে বেড়ে যায় উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ‘সাম্প্রদায়িক বিষবাষ্প জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ব্যথিত করতো। অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও সিক্রেট ডমুকেন্টস অন বঙ্গবন্ধু— বঙ্গবন্ধুর এই বইগুলো পড়লে এর সাক্ষাৎ মেলে।’

শুক্রবার (১৭ জুন) ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ‘গেমস রুমে’ বিশ্ববিদ্যালয়ের ‘জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ’ কর্তৃক আয়োজিত 'জুম ম্যাগাজিন প্রকাশনা ও সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসব'র প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন। 

উপাচার্য বলেন, 'যখন প্রশান্তি, প্রত্যাশা ও নতুন চিন্তার খোরাক দেয়, সেগুলো আমাদের ক্ষোভের অবসান ঘটায়। যারা সাদা মনের মানুষ, প্রগতিশীলতায় বিশ্বাস করে, অসাম্প্রদায়িক; তারা ক্ষোভকে প্রশমনে রাখে। কেননা ক্ষোভ এমন একটি জিনিস, এটি কখনও কখনও নানাবিধ উগ্রতার জন্ম দেয়।'

এসময় উপাচার্য জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ছিল হলগুলোতে শিক্ষার্থীদের নিজস্ব সম্পাদনায় ম্যাগাজিন বের হতো। আমরা আবারও সেটি চালু করার উদ্যোগ নিয়েছি, হল প্রশাসন এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।

মুখ্য আলোচকের বক্তব্য বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মেসবাহ কামাল বলেন, আজ পৃথিবীর দেশে বাস্তবতা বহু ধর্ম, জাতি, সংস্কৃতির মানুষের দেশ। সেই বাস্তবতা যত বেশি মিলবে তত দ্রুত আমাদের মুক্তি মিলবে, পৃথিবী তত বেশি গণতান্ত্রিক হবে। 

বাঙালি বিশ্বে ৬ষ্ঠ বৃহত্তম জাতি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সংখ্যাগরিষ্ঠ বাঙালি জাতি মিশ্র। বাংলা, বিহার, উড়িষ্যার মানুষের সম্মিলনে একটি বৃহৎ জাতি গড়ে উঠেছে। বাঙালি জাতির সংস্কৃতি গঠনে, জনসংখ্যা বৃদ্ধিতে আদিবাসীদের অবদান রয়েছে। আমরা যে মা-কে মা বলে ডাকি তা সম্ভত আমরা পেয়েছি মুণ্ডা জাতির কাছ থেকে।’

আদিবাসীদের নিজ সংস্কৃতিকে ধারণ, বিকাশ সমন্বিত করার উদ্যোগ প্রশংসনীয় উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশে বাংলা ছাড়াও আরও ৪৩টি ভাষায় প্রাথমিক ও প্রাক প্রাথমিক পর্যায়ে শিক্ষা দেওয়া হয়। তার মানে বাংলাদেশে ভাষাগত বৈচিত্র্য ব্যাপক। কিন্তু সে সম্পর্কে তথ্যাবলি খুবই কম। কারণ সে বিষয়ে তেমন গবেষণা হয়নি আগে।’

সংগঠনের সভাপতি রাতুল তঞ্চংগার সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ড. মিহির লাল সাহা, মানবাধিকার কমিশনের সাবেক সদস্য অধ্যাপক বাঞ্চিতা চাকমা, ঢাবি জুম সাহিত্য সংসদের সহ-সভাপতি সতেজ চাকমা। 

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা জুম ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন এবং সভায় বক্সার সুরা কৃষ্ণ চাকমাকে সম্মাননা প্রদান করা হয়। এরআগে সকালে চারুকলা অনুষদের চত্বরে আর্টক্যাম্প অনুষ্ঠিত হয়।

/ইউএস/
সম্পর্কিত
বুয়েটে নিয়মতান্ত্রিক রাজনীতির ঘোষণা ছাত্রলীগের, ৪ দফা কর্মসূচি
জাপানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জাপানিজ স্টাডিজ
ঢাবির আসনসংখ্যা কমানো হতে পারে: উপাচার্য
সর্বশেষ খবর
বিতর্কের মুখে গাজায় ইসরায়েলি কার্যকলাপের নিন্দা জানিয়েছেন মালালা
বিতর্কের মুখে গাজায় ইসরায়েলি কার্যকলাপের নিন্দা জানিয়েছেন মালালা
‘পাতানো ম্যাচ’ নয়, মাঠে খেলেই এগিয়ে যেতে চায় স্বাধীনতা
‘পাতানো ম্যাচ’ নয়, মাঠে খেলেই এগিয়ে যেতে চায় স্বাধীনতা
ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, মোকাবিলায় কী করছে ডিএনসিসি
ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, মোকাবিলায় কী করছে ডিএনসিসি
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি