X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিক্ষোভে বদলে গেলো হল বন্ধের সিদ্ধান্ত 

ইবি প্রতিনিধি
২৭ জুন ২০২২, ২০:১৩আপডেট : ২৭ জুন ২০২২, ২০:১৩

ঈদুল আজহা উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হল ৩০ জুন থেকে বন্ধ ঘোষণা করা হয়। তবে শিক্ষার্থীদের বিক্ষোভে সিদ্ধান্ত পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সংশোধিত বিজ্ঞাপ্তিতে আগামী শনিবার (২ জুলাই) থেকে হল বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস থেকে পাঠানো ভারপ্রাপ্ত  রেজিস্ট্রার মু. আতাউর রহমান স্বাক্ষরিত সংশোধিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, গত রবিবার (২৬ জুন) রেজিস্ট্রার দফতর থেকে ৩০ জুন আবাসিক হল বন্ধের নির্দেশনা দেওয়া হয়। প্রশাসনের এমন সিদ্ধান্তে শিক্ষার্থীরা ওই দিন রাত সাড়ে ৮টায় বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করলে প্রক্টরিয়াল বডি সেখানে উপস্থিত হন এবং সোমবার প্রক্টর অফিসে বিষয়টি নিয়ে বসার আশ্বাস দেন। পরে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন। পাশাপাশি দাবি আদায় না হলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন।

এদিকে একই দাবিতে ওইদিন রাতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের ছাত্রীরাও হল গেটের সামনে বিক্ষোভ করেন।

পরে সোমবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টায় প্রক্টর অফিসে হলসমূহের প্রভোস্ট ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন প্রক্টরিয়াল বডি। এ সময় উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, সহকারী প্রক্টর ড. শফিকুল ইসলাম, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুল আরেফিন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান, লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. ওবাইদুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় শিক্ষার্থীদের দাবি বিবেচনা করে প্রক্টরিয়াল বডি প্রভোস্টদের নিয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সঙ্গে আলোচনা করবেন বলে জানান প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন। 

পরবর্তীতে উপাচার্যের সঙ্গে আলোচনা করে, আগামী শনিবার (২ জুলাই) আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। ওইদিন সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়। আগামী ১৫ জুলাই শুক্রবার সকাল ১০টায় হল খুলে দেওয়া হবে।  

/টিটি/
সম্পর্কিত
ইমাম নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠা উপাচার্যের পাশে ছাত্রলীগ, বিক্ষোভ শিক্ষক-কর্মকর্তাদের
ফুল ছিঁড়লে বাতিল হলের সিট!
গুচ্ছপদ্ধতিতে যাচ্ছে না ইবি
সর্বশেষ খবর
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি