X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

হলে সংঘর্ষ-ভাঙচুর, হাবিপ্রবির ৮ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ 

হাবিপ্রবি প্রতিনিধি
৩০ জুলাই ২০২২, ১৪:৪০আপডেট : ৩০ জুলাই ২০২২, ১৪:৪০

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) চারটি আবাসিক হলে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় আট শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ করেছে তদন্ত কমিটি। তদন্ত কমিটির সুপারিশের প্রতিক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও উপাচার্য বাসভবনের সামনে অনশন করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত না করলেও কয়েকটি সূত্রে জানা যায়, সোমবার (২৫ জুলাই) শৃঙ্খলা কমিটির আলোচনা সভায় সংঘর্ষ ও দুটি হলে ভাঙচুরের ঘটনায় দুই শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার এবং ছয় শিক্ষার্থীকে দুই বছর পর্যন্ত সাময়িক বহিষ্কারের সুপারিশ করা হয়। এছাড়া এ ঘটনায় ২৭ জন শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হবে বলে জানা গেছে।

এদিকে, বিষয়টি জানাজানি হলে গত সোমবার রাতেই শৃঙ্খলা কমিটির সুপারিশ প্রত্যাখ্যান করে উপাচার্য বাসভবনের সামনে অনশন শুরু করেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের একাংশ। ঘটনা জানার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ছাত্রদের দাবির ব্যাপারে কথা বলার আশ্বাস দিলে অনশনরত শিক্ষার্থীরা অনশন প্রত্যাহার করে নেন। প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৬ জুলাই) বিকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আলোচনা সভায় বসেন শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. ইমরান পারভেজসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা। তবে আলোচনা সভায় শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তই বলবৎ থাকবে বলে জানানো হয়।

সার্বিক বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করে হলেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার বলেন, যেহেতু এখনও শাস্তি বা কোনও কিছুর বিষয়ে ঘোষণা দেওয়া হয়নি সেহেতু শিক্ষার্থীদের বিশৃংখলা, আন্দোলন অনশন করার যৌক্তিকতা দেখছি না। কবে এ সিদ্ধান্ত ঘোষণা করা হবে তাও বলতে পারছি না। আগে ঘোষণা হোক তারপর জানা যাবে কে কে শাস্তি পাবে, আমরা জানলেও বলতে পারছি না অফিসিয়াল ঘোষণা ছাড়া।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার্থীদের এসব নিয়ে মাথা খারাপ করার সুযোগ নেই। তারা নিয়মিত ক্লাস পরীক্ষায় অংশ নেবে, পড়ালেখা করবে। এখানে যারা প্রকৃত দোষী তারাই শাস্তি পাবে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক রয়েছে।

/এএম/
সম্পর্কিত
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৮ জনের বিরুদ্ধে দুদকের আরও এক মামলা
অস্থিরতার মধ্যেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে দুর্নীতিমুক্ত ঘোষণা করলেন উপাচার্য
ব্র্যাক বিশ্ববিদ্যালয় ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি তিলোত্তমা ও সম্পাদক তাফসির
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া