X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পোস্টারে-ব্যানারে ঢাকা পড়েছে নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটক 

নোবিপ্রবি প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২২, ১৭:০৮আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১৭:০৮

নির্বাচনিসহ বিভিন্ন প্রচারণার পোস্টারে ঢাকা পড়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রধান ফটক। দীর্ঘদিন ধরে এমন অবস্থা চলতে থাকলেও বিশ্ববিদ্যারয় কর্তৃপক্ষ এসবের বিষয়ে কোনও উদ্যোগ নেয়নি। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। 

রবিবার (৪ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, প্রধান ফটকের সামনে আসন্ন নোয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়াম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমানের (ইতালি মোস্তাফিজ) নির্বাচনি প্রচারণার ব্যানার টাঙানো হয়েছে। পোস্টার লাগানোর ফলে উঠে গেছে দেয়ালের রঙ। 

শিক্ষার্থীরা জানান, প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অবকাঠামোগত উন্নয়ন দৃষ্টিগোচর হলেও বিশ্ববিদ্যালয়ের একমাত্র প্রধান ফটকটি পুনঃনির্মাণ বা দৃষ্টিনন্দন করে তোলার ক্ষেত্রে তেমন কোনও পদক্ষেপ নিতে দেখা যায়নি। নানা ধরনের ব্যানার, ফেস্টুন আর পোস্টারে ঢাকা পড়েছে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকটি।

সমাজবিজ্ঞান বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মিনহাজুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে, ফাটল দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কি এসব দৃষ্টিগোচর হয় না? বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও আমাদের বিশ্ববিদ্যালয়ের ফটকটিতে আধুনিকতার কোনও ছোঁয়া নেই। পুরনো ফটকটি ভেঙে নতুন করে অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন একটি ফটক নির্মাণ এখন সময়ের দাবি।’

 বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মোজাহিদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ব্যানার আর পোস্টার লাগানোর প্রতিযোগিতা শুরু হয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সৌন্দর্য নষ্ট হয়েছে। আশা করি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রধান ফটকের সৌন্দর্য ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। 

এ প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে নির্বাচনি প্রচারণার ব্যানার টাঙানোর বিষয়টি আমি জানতাম না। আমরা এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছি। নতুন করে ফটক নির্মাণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শিগগিরই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সংস্কার কাজ শুরু হবে।

/টিটি/
সম্পর্কিত
পরীক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবি নোবিপ্রবি শিক্ষকদের
‘বিশৃঙ্খলা’ ঠেকাতেই ইফতার পার্টিতে নিষেধাজ্ঞা: নোবিপ্রবি ভিসি
নোবিপ্রবি ও শাবিপ্রবিতে ইফতার পার্টি না করার বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
সর্বশেষ খবর
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা