X
সোমবার, ২৭ মার্চ ২০২৩
১৩ চৈত্র ১৪২৯

রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু, র‌্যাগিং হলে কঠিন শাস্তি 

রাবি প্রতিনিধি
০১ নভেম্বর ২০২২, ২০:২৩আপডেট : ০১ নভেম্বর ২০২২, ২০:২৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন (পরিচিতিমূলক) ক্লাস হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনগুলোতে বিভাগের আয়োজনে ক্লাস অনুষ্ঠিত হয়। প্রথম ক্লাসে শিক্ষার্থীদের হাতে ফুল, কলম ও বিভিন্ন শিক্ষা সামগ্রী উপহার দিয়ে ক্যাম্পাসে স্বাগত জানানো হয়। এছাড়া নবাগত শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য র‌্যাগিং সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর, বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে, টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট ও আমতলাসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নবীন শিক্ষার্থীদের আনাগোনা দেখা গেছে। নবীনদের পদচারণায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। 

বিশ্ববিদ্যালয়ের আমতলায় কথা হয় ইতিহাস বিভাগের শিক্ষার্থী ইসতিয়াক আহমেদের সঙ্গে। তিনি বলেন, ‘করোনার কারণে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন বার বার ভেঙেছে। অবশেষে দীর্ঘ দেড় বছর অপেক্ষার পর দেশের অন্যতম একটি বিশ্ববিদ্যালয়ের অংশ হতে পেরে খুব আনন্দ লাগছে।’

শিক্ষার্থী লিজা শারমিন মার্কেটিং বিভাগে ভর্তি হয়েছেন। প্রথম দিনের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে এসে বেশ ভালো লাগছে। পরিচিতিমূলক ক্লাসের আগে কিছুটা ভয় পাচ্ছিলাম। তবে স্যার ও বিভাগের সিনিয়রদের কথা শুনে অনেকটা ভালো লাগছে।’

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে দেখা মেলে নবীন শিক্ষার্থীদের  বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় এবারের ভর্তি পরীক্ষা। পরে ২৬ জুলাই ‘এ’ এবং ২৭ জুলাই ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ২ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তিন ইউনিটের ফল প্রকাশিত হয়। এতে ‘এ’ ইউনিটের পাসের হার ৫৪ দশমিক ৬০ শতাংশ, ‘বি’ ইউনিটের পাসের হার ৪২ দশমিক ৬৭ শতাংশ এবং ‘সি’ ইউনিটে পাস করেছে ৩৮ দশমিক ২৩ শতাংশ শিক্ষার্থী। এছাড়া ভর্তির সময়সীমা আগামী ৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

নবাগত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘তারা যে অধ্যাবসায়, নিষ্ঠা ও একাগ্রতার মাধ্যমে উচ্চশিক্ষার জন্য এই ক্যাম্পাসে আসতে সক্ষম হয়েছে, একই প্রত্যয়ে তারা উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও জাতিকে আলোকিত করবে। সুখি-সমৃদ্ধ বাংলাদেশকে তারা আরও এগিয়ে নেবে।’ তারা দেশ ও জাতির স্বপ্ন পূরণের কারিগর হবে বলে আশা জানান উপাচার্য। 

এদিকে ক্যাম্পাসে র‌্যাগিং নিষিদ্ধ করা হয়েছে জানিয়ে উপাচার্য আরও বলেন, ‘র‌্যাগিং একটি অপরাধ। র‌্যাগিংয়ের ফলে শিক্ষার্থীর গুরুতর মানসিক ক্ষতি হয়। এ জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনও র‌্যাগিং করা যাবে না। যদি এ ধরনের কোনও অভিযোগ পাওয়া যায় তবে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

/টিটি/
সম্পর্কিত
রাবি ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার
৭ দিন পর দোকান খুলেছেন বিনোদপুরের ব্যবসায়ীরা
রাবির আহত ৩ শিক্ষার্থীকে নেওয়া হচ্ছে ঢাকায়
সর্বশেষ খবর
টস হেরেছে বাংলাদেশ
টস হেরেছে বাংলাদেশ
রাজধানীতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মঞ্চের অভাবে ধুঁকছে নারায়ণগঞ্জের থিয়েটার শিল্প
মঞ্চের অভাবে ধুঁকছে নারায়ণগঞ্জের থিয়েটার শিল্প
হুইপকে নিয়ে ফেসবুকে পোস্ট: বরখাস্ত পুলিশ কর্মকর্তার ৫ লাখ টাকা জরিমানা
হুইপকে নিয়ে ফেসবুকে পোস্ট: বরখাস্ত পুলিশ কর্মকর্তার ৫ লাখ টাকা জরিমানা
সর্বাধিক পঠিত
স্যার না ডেকে ভাই বলায় শিক্ষকের ওপর খেপলেন সরকারি কর্মকর্তা
স্যার না ডেকে ভাই বলায় শিক্ষকের ওপর খেপলেন সরকারি কর্মকর্তা
সোমবার থেকে সরকারি অফিস ও ব্যাংক চলবে নতুন সময়সূচিতে
সোমবার থেকে সরকারি অফিস ও ব্যাংক চলবে নতুন সময়সূচিতে
ইফতার-সেহরি বিক্রিতে ব্যস্ত ওমর সানী ও মাহিয়া মাহি
ইফতার-সেহরি বিক্রিতে ব্যস্ত ওমর সানী ও মাহিয়া মাহি
চলন্ত মোটরসাইকেলে ফণা তুলে বসলো বিষধর সাপ
চলন্ত মোটরসাইকেলে ফণা তুলে বসলো বিষধর সাপ
চেকিংয়ের আগেই আনসার সদস্যকে লাথি মেরে লাগেজ নিয়ে পালিয়েছেন যাত্রী
চেকিংয়ের আগেই আনসার সদস্যকে লাথি মেরে লাগেজ নিয়ে পালিয়েছেন যাত্রী