X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ে ৮ দিন ধরে কর্মবিরতি, ক্যাম্পাসে নেই উপাচার্য

জামালপুর প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২২, ২১:০৮আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ২১:০৮

জামালপুরের মেলান্দহে বঙ্গমাতা শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। গত আট দিন ধরে তারা এ কর্মসূচি পালন করছেন। অ্যাকাডেমিক-প্রশাসনিক অনিয়ম এবং অব্যবস্থাপনার প্রতিবাদ ও উপাচার্য অপসারণের দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন। মঙ্গলবার (৮ নভেম্বর) জামালপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষকরা এসব তথ্য জানান। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সহাকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মাহমুদুল আলম বলেন, গত ২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক-প্রশাসনিক অনিয়ম ও অব্যবস্থাপনার প্রতিবাদে ও সমাধানের দাবিতে উপাচার্য বরাবর ১০ দফা দাবির স্মারকলিপি দেওয়া হয়। পরে রবিবার এসব বিষয়ে উপাচার্যের সঙ্গে শিক্ষকদের দীর্ঘ চার ঘণ্টা আলোচনা হয়। তবে দাবিগুলো সমাধানের জন্য কর্তৃপক্ষ কোনও স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করেনি। উল্টো উপাচার্য বলছেন শিক্ষকদের কর্মবিরতিতে তার কিছুই যায়-আসে না। এমনকি বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থার মধ্যেও তিনি ক্যাম্পাসে অনুপস্থিত রয়েছেন। 

লিখিত বক্তব্যে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রাণ হলো শিক্ষার্থী আর শিক্ষক। শিক্ষকরা শিক্ষার্থীদের পাঠদান ও গবেষণার কাজেই মগ্ন থাকেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, জাতির পিতার সহধর্মিনীর নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে নানা রকম প্রশাসনিক ও আর্থিক অনিয়ম, অব্যবস্থাপনা, দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতাসহ শিক্ষক ও শিক্ষার্থীদের দাবিকে নানাভাবে উপেক্ষা করা হচ্ছে। উপাচার্যের নির্দেশে সংঘটিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মধ্যে যেমন নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতি, চুক্তিভিত্তিক নিয়োগে ব্যাপক অনিয়ম হচ্ছে। জ্বালানি সাশ্রয়ে সরকারি নির্দেশনা উপেক্ষা করে, বিধিবহির্ভূতভাবে রাজশাহীতে অবস্থানরত উপাচার্যের পরিবারের সদস্যদের সার্বক্ষণিক ব্যবহারের জন্য বিশ্ববিদ্যালয়ের গাড়ি বরাদ্দ করে অর্থ ও জ্বালানির অপচয় করা হচ্ছে। তাছাড়া প্রাধিকাভুক্ত না হলেও অনেক কর্মকর্তা মাসিক লক্ষাধিক টাকা ব্যয়ে ভাড়া করা গাড়ি ব্যবহার করছেন।

লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে লক্ষাধিক টাকায় ভাড়া করা গেস্ট হাউসের সুবিধা থেকে শিক্ষকদের বঞ্চিত করে ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের এক কোটির অধিক টাকা রাজশাহীস্থ একটি বেসরকারি ব্যাংকে ফিক্সড ডেপোজিট করা হয়েছে। সেই টাকার বাৎসরিক ইন্টারেস্ট কোথায় ব্যয় হচ্ছে, তারও কোনও হিসাবে নেই। উপাচার্যের চার বছর মেয়াদকালে বেশিরভাগ সময়ই তিনি ক্যাম্পাসে অনুপস্থিত ছিলেন। বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ দিবসেও তাকে পাওয়া যায় না। 

সংবাদ সম্মেলনে ওই শিক্ষা প্রতিষ্ঠানের ৪৭জন শিক্ষক উপস্থিত ছিলেন। তারা অবিলম্বে উপাচার্যের
অপসারণের দাবি করেন।

 

 /টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে