X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ঢাবিতে অস্থিতিশীলতা প্রতিরোধে সাংস্কৃতিক প্রতিবাদ

ঢাবি প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২২, ১৭:০৪আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১৭:০৪

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাতে কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে এবং শিক্ষা, সংস্কৃতিচর্চার পরিবেশ ও ক্যাম্পাসের স্থিতিশীলতা বজায় থাকে, সে জন্য সাংস্কৃতিক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সংগঠনগুলো।

শনিবার (১০ ডিসেম্বর) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘বিজয় মঞ্চ: সন্ত্রাস রুখতে সাংস্কৃতিক প্রতিরোধ’ শীর্ষক ব্যানারে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টায় শুরু হয় অনুষ্ঠানটি। এটি চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত।

আয়োজকরা জানান, দিনব্যাপী আয়োজনে প্রতিবাদী গান, নৃত্য, আবৃত্তি, মঞ্চ নাটক, মাইম ও বিতর্ক ছাড়াও প্রখ্যাত ব্যান্ড দল সহজিয়া, লিসান অ্যান্ড দ্য ব্লাইন্ডমেন ও আপন ঘরের পরিবেশনার মাধ্যমে সচেতন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সন্ত্রাসবিরোধী প্রতিবাদী এই আয়োজন অনুষ্ঠিত হয়।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ জন্য শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে যেকোনও মহলের অপপ্রয়াস রুখে দিতে এই উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন তারা।

ঢাবিতে অস্থিতিশীলতা প্রতিরোধে সাংস্কৃতিক প্রতিবাদ

আয়োজকরা বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা বিশ্বাস করে, সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে ক্যাম্পাসের স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে টিএসসি জেগে থাকবে প্রগতির মশালবাহক হয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী সচেতন শিক্ষার্থীরা এই আয়োজনে স্বতঃস্ফূর্ত অংশ নিয়ে ক্যাম্পাসের সুস্থ পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর থাকবে বলে মনে করেন তারা।

আয়োজকদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী দিগার মোহাম্মদ কৌশিক, ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. কামরুল হাসান, মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মো. নাজমুস সাকিব, মার্কেটিং বিভাগের শিক্ষার্থী জয় দাস, পালি ও বুদ্ধিস্ট বিভাগের শিক্ষার্থী জুলফিকার রহমান, আইইআরের শিক্ষার্থী লিপটন ইসলাম, উর্দু বিভাগের শিক্ষার্থী শাহবুদ্দিন বিজয় ও নাট্যকলার শিক্ষার্থী দীপম সাহা।

অনুষ্ঠানের অন্যতম আয়োজক ঢাবি শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘আমরা অতীত থেকে দেখে আসছি বিএনপি-জামায়াত-শিবির আমাদের সংস্কৃতিরও শত্রু। আমরা যেই উদার-মানবিক গণতন্ত্রের কথা বলি তারা সব সময় সেটির ওপর আঘাত করেছে। সামরিক স্বৈরশাসক, খুনি জয়া বেয়োনেটের মাধ্যমে সংবিধানের মূলমন্ত্র বদলে দিয়েছে, রাজাকারদের তারা পুনর্বাসন করেছে। বিএনপি-জামায়াত আগুনকে রাজনীতির ভাষা হিসেবে ব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’

তিনি আরও বলেন, ‘দেশের অর্থনীতিকে স্থবির করে তারা রাজনীতি করা চেষ্টা করছে। তারা অসুরের শক্তি। আমি মনে করি তাদের মূলোৎপাটন করা জরুরি।’

/এসটিএস/এনএআর/
সম্পর্কিত
ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু: বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি
অ্যাকাডেমিক মান উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘মাস্টারপ্ল্যান’
বাসের ধাক্কায় চুয়েটের ২ শিক্ষার্থী নিহত, সহপাঠীদের আলটিমেটাম
সর্বশেষ খবর
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক