জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবৃত্তি সংগঠন ধ্বনির ২০২৩-২৪ সেশনের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ৪৭ ব্যাচের লোক প্রশাসন বিভাগের মো. মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন একই ব্যাচের সরকার ও রাজনীতি বিভাগের মাহাজাবিন সাওদা জাহান।
বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে সদ্যবিদায়ী সভাপতি ইমরান শাহরিয়ার এ কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহসভাপতি ইসরাত জাহান ঐশি, সাংগঠনিক সম্পাদক ফয়সাল রাব্বি, সহসাংগঠনিক সম্পাদক সাদিয়া আফরিন সুমি, অর্থ সম্পাদক রিফাত মাহামুদ, সহঅর্থ সম্পাদক আরিফা সুলতানা রিতু, দফতর সম্পাদক ফাইজা মাহজাবিন, সহদফতর সম্পাদক সজীব তালুকদার, প্রচার ও যোগাযোগ সাদিয়া সরোয়ার উল্লাস। এছাড়া সহপ্রচার ও যোগাযোগ হিমাদ্রি শেখর দেবনাথ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাবাব শাহরিয়ার অর্ক, সহসাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাদিয়া ইসলাম ইফা, তথ্য প্রযুক্তি সম্পাদক ইলোরা রশিদ, সহতথ্য প্রযুক্তি সম্পাদক লুৎফুন্নাহার লতা। কমিটিতে কার্যকরী ও সম্মানীত কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন আরও আট জন।