X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

টাইমস হায়ার এডুকেশন সাবজেক্ট র‌্যাঙ্কিংয়ে মিডিয়া ও যোগাযোগ বিষয়ে দেশসেরা ড্যাফোডিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২৫, ০০:২৪আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০০:২৪

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‌্যাঙ্কিং-২০২৫’-এ সামাজিক বিজ্ঞান অনুষদ এবং সাংবাদিকতা ও যোগাযোগ বিষয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে। শনিবার (২৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়টি এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গবেষণা, শিক্ষা, শিল্প সংযোগ এবং আন্তর্জাতিকীকরণকে মূল্যায়ন করে বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোকে স্থান দেওয়া হয়, যেখানে মিডিয়া এবং যোগাযোগ বিষয়ে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা, মিডিয়া এবং যোগাযোগ বিভাগ প্রথম স্থান অর্জন করে। প্রথমবারের মতো এই র‍্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টির ফার্মাসি, পাবলিক হেলথ, কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ অসাধারণ সাফল্যের মাধ্যমে বাংলাদেশে নতুন মাইলফলক সৃষ্টি করেছে।

২০০৬ সালে প্রতিষ্ঠিত সাংবাদিকতা মিডিয়া ও যোগাযোগ বিভাগ ২০২১ সালের সেপ্টেম্বরে একটি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। মাত্র ৬৬ জন শিক্ষার্থী নিয়ে বিভাগের পুনর্গঠনের যাত্রা শুরু হয়। বিভাগের হাল ধরেন খ্যাতিমান শিক্ষক প্রফেসর ড. গোলাম রহমান, যিনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে এক ঝাঁক তরুণ শিক্ষক, নিবেদিতপ্রাণ শিক্ষার্থী এবং বিভাগীয় সদস্যরা সম্মিলিতভাবে কাজ শুরু করেন।

ছাত্রছাত্রীদের সহযোগিতায় এবং শিক্ষকদের অসামান্য পরিশ্রমে বিভাগটি ধীরে ধীরে এগিয়ে যায়। তরুণ প্রতিভাবান শিক্ষার্থী এবং অভিজ্ঞ শিক্ষকদের সমন্বয়ে বিভাগটি এক নতুন উচ্চতায় পৌঁছায়।

বিভাগীয় প্রধান আফতাব হোসেন বলেন, “২০২৪ সালে টিম জেএমসি সাবজেক্ট র‍্যাংকিংয়ে আবেদন করার পরিকল্পনা গ্রহণ করে। সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলে ২২ জানুয়ারি ২০২৫ তারিখে টাইমস হায়ার এডুকেশন সাবজেক্ট র‍্যাংকিং-এর ফলাফল প্রকাশিত হয়, যেখানে সাংবাদিকতা ও যোগাযোগ বিভাগ দেশসেরার স্বীকৃতি অর্জন করে।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে সাংবাদিকতা ও যোগাযোগ বিভাগের শিক্ষার্থীর সংখ্যা ৪০০+ ছাড়িয়েছে এবং এটি এক ইতিহাস তৈরির পথে অগ্রসর হচ্ছে। এই সাফল্য শুধু ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নয় বরং বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

/এপিএইচ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিরে দেখা ‘জুলাই’: ১ জুলাই ২০২৪
ফিরে দেখা ‘জুলাই’: ১ জুলাই ২০২৪
এনবিআরের আন্দোলনে এক বন্দরে হাজার কোটি টাকার ক্ষতি
এনবিআরের আন্দোলনে এক বন্দরে হাজার কোটি টাকার ক্ষতি
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’