X
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

ডাকসু বিষয়ে বিশ্ববিদ্যালয়কে অটোনমি হতে হবে: অধ্যাপক শামীম রেজা

ঢাবি প্রতিনিধি 
১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫১আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ও ক্যাম্পাসে ছাত্র রাজনীতির প্রকৃতি ও ধরন বিষয়ক কমিটির সদস্য অধ্যাপক শামীম রেজা বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ডাকসুর বিষয়ে অটোনোমি হতে হবে। জাতীয় রাজনীতিতে যা-ই হোক কিন্তু এর প্রভাব যেন ডাকসুর ওপর না পড়ে।’

রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘ডাকসু সংস্কার ও নির্বাচন বিষয়ক’ এক সংলাপে এ কথা বলেন তিনি।

সংলাপে বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো ডাকসু নির্বাচন নিয়ে তাদের মতামত জানান। তারা বলছেন, অভ্যুত্থানের ছয় মাস পেরিয়ে গেলে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও ডাকসু বিষয়ে সুস্পষ্ট কিছু জানাতে পারছে না। প্রশাসনের যথাযথ দায়িত্বহীন ভূমিকার কারণে যদি এবার ডাকসু না হয়, তাহলে শিক্ষার্থীদের পক্ষ থেকে এই প্রশাসনকে পরবর্তী সময়ে অবশ্যই দোষারোপ করা হবে।

ছাত্র সংগঠনগুলোর নেতারা ছাড়াও শিক্ষক, সাবেক ডাকসু নেতা ও প্রশাসনের পক্ষ থেকেও সংলাপে অংশ নেওয়া হয়। 

সংলাপে অধ্যাপক শামীম রেজা বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে ছাত্র সংসদ অন্তর্ভুক্ত করতে হবে। ডাকসুকে একাডেমিক পার্ট এবং বছরব্যাপী কাজের অংশ হিসেবে দেখতে হবে। একবার সংস্কার করলে পরবর্তী সময়ে আর করা লাগবে না বিষয়টি এমন নয়; বরং প্রতি পাঁচ বছর পরপরই পর্যালোচনা করতে হবে, এটিকে সবসময় যুগোপযোগী রাখতে হবে।’

ছাত্র সংসদ নির্বাচন আগামী দিনের নেতৃত্ব তৈরি করে উল্লেখ করে তিনি বলেন, ‘যেসব বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং, চিকিৎসা পড়ানো হয়, সেগুলোসহ সব বিশ্ববিদ্যালয়েই ছাত্র সংসদ নির্বাচন হওয়া দরকার। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তার শিক্ষার্থীদের এজেন্সিকে ফিরিয়ে আনতে হবে। এটিকে ক্যালেন্ডারভুক্ত করতে হবে যেন প্রতিবছর একটি নির্দিষ্ট তারিখে এই নির্বাচন আয়োজন করা যায়, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও স্বায়ত্তশাসন অর্জন করতে হবে।’

সংলাপে ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এত বড় অভ্যুত্থান একটা চোরাবালির মধ্যে ঢুকে যাচ্ছে, অথচ কেউ কিছু করতে পারছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি বাঁচাতে পারেন, তাহলেই বাংলাদেশকে বাঁচানোর সম্ভাবনা থাকবে। এই ডাকসুটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ডাকসুতে যারাই জয়ী হবে; দেশের মানুষ ভাববে আগামী নির্বাচনে তারা বিজয়ী হবে।’

সংলাপে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহবায়ক ও ডাকসু সংস্কার বিষয়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা সব অংশীজনদের সঙ্গে কথা বলছি। আমরা একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই।’

সংলাপে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘আমরা একটি কার্যকরী ছাত্র সংসদ চাই। সেজন্য ফৌজদারী অপরাধে যেসব ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত তাদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নিতে হবে। অথচ ছয় মাস পার হয়ে গেলেও এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা আমরা জানি না।’

তিনি বলেন, ‘অনেকে দাবি করে— ছাত্রদল মনে হয় ডাকসু নির্বাচন দেরিতে চায়। কিন্তু এটি সত্য নয়। আমরা এর যৌক্তিক গঠনতন্ত্র সংস্কার করে দ্রুত সময়ের মধ্যেই নির্বাচন চাই।’

সংলাপে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক মাইন আহমেদ বলেন, ‘ছাত্র সংগঠনগুলোর সংস্কার প্রস্তাবনার জন্য নির্বাচন দিতে দেরি হচ্ছে এমনটি বলার সুযোগ নেই। এতটুকু সংস্কারে এত সময়ক্ষেপণ হওয়ার কথা না।’

সংলাপে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘নির্বাচনের ক্ষেত্রে শর্তগুলো শিথিল করা হোক। আমরা দেড় দুই মাসের মধ্যেই যেন নির্বাচন দেওয়া হয়।’

ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস এম ফরহাদ বলেন, ‘এত ফর্মালিটিজের দরকার নেই, এর মৌলিক সংস্কারটুকু করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়া হোক।’ এই মাসের ১৫ তারিখের মধ্যে নির্বাচনের রূপরেখা ঘোষণার দাবিও জানান তিনি। 

আরও মতামত উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি অর্পিতা গোলদার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক তাহমিদ আল মুদাসসির চৌধুরীসহ আরও অনেকে।

/ইউএস/
সম্পর্কিত
কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে ঢাবিতে বিক্ষোভ মিছিল
কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বাগছাসের আমরণ অনশন
ঢাবির সুইমিংপুল পুনরায় চালুর দাবি বাগছাসের
সর্বশেষ খবর
পটুয়াখালীতে ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহীদের মেয়ের আত্মহত্যা
পটুয়াখালীতে ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহীদের মেয়ের আত্মহত্যা
ঢাকায় এনসিপির বিক্ষোভ সমাবেশ ২ মে
ঢাকায় এনসিপির বিক্ষোভ সমাবেশ ২ মে
কুয়েটের ৪ শিক্ষার্থীর ওপর হামলা
কুয়েটের ৪ শিক্ষার্থীর ওপর হামলা
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
উ. কোরিয়ায় ৫ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন
উ. কোরিয়ায় ৫ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা