X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

জবি ক্যাম্পাসে রাত সাড়ে ১০টার পর অবস্থানে নিষেধাজ্ঞা

জবি প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

রাত সাড়ে ১০টার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে অবস্থানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

উপাচার্যের নির্দেশক্রমে রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছুদিন যাবৎ লক্ষ করা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাতের বেলায় অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হচ্ছে। তাই নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাত ১০টা ৩০ মিনিটের পর ছাত্রছাত্রীদের অবস্থান না করার নির্দেশ প্রদান করা হলো।
বিজ্ঞপ্তি প্রসঙ্গে রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রক্টরিয়াল বডি থেকে আমরা অভিযোগ পেয়েছি রাতে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে। রাতে ক্যাম্পাসে মাদক সেবন, ছিনতাই ও চাঁদাবাজি বেড়ে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রক্টর ড. মোস্তফা কামাল এ বিষয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, যেহেতু আমাদের হল নেই, অনাবাসিক প্রতিষ্ঠান, তাই রাতে বাইরে না থেকে শিক্ষার্থীদের বাসায় চলে যাওয়া ভালো। তাই প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। আর রাত সাড়ে ১০টার পর বহিরাগত কাউকে পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, চলতি মাসের শুরু থেকে ক্যাম্পাসে দিনের পাশাপাশি রাতেও নিয়মিত টহল অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। গত সপ্তাহে টহল চলাকালে ছিনতাইয়ের অভিযোগে এক শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে পুলিশে দেয় প্রক্টরিয়াল বডি। এর কিছুদিন পর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকের স্টোর রুম থেকে ৪ শিক্ষার্থীকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়।

/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল