X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পর্দা নামলো ঢাকা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সম্মেলনের

ক্যাম্পাস রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৯, ১০:০৮আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ১৯:৫৮
image

ঢাকা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংগঠন গত ১২ অক্টোবর প্রায় অর্ধশত শিক্ষার্থী নিয়ে আয়োজন করে বছরের সবচেয়ে প্রতীক্ষিত সম্মেলন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ (ডানমান) ২০১৯।’ তিন দিনব্যাপী অনুষ্ঠানটির উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান আয়োজিত হয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে।

পর্দা নামলো ঢাকা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সম্মেলনের

এবাবের সম্মেলনটির মূল প্রতিপাদ্য ছিল ‘বাণিজ্য বিকাশকে শক্তিশালী করার মাধ্যমে বৈশ্বিক বৈষম্য হ্রাস করা।’ উক্ত প্রতিপাদ্য বিবেচনায় রেখেই ডিউমুনা এবার ১১টি কমিটি বাছাই করে। কমিটিগুলোর মধ্যে ছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, বিশ্ব বাণিজ্য সংস্থা, অর্থনৈতিক এবং আর্থিক সংস্থা, বাংলাদেশ বিষয়ক বিশেষায়িত কমিটি, বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক জাতিসংঘের সম্মেলন, জলবায়ু পরিবর্তন সম্পর্কিত জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশান, নিরস্ত্রীকরণ এবং আন্তর্জাতিক সুরক্ষা কমিটি, জাতিসংঘের শিক্ষামূলক, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা, আন্তর্জাতিক অপরাধ পুলিশ সংস্থা, ইন্টারন্যাশনাল প্রেসসহ অন্যান্য। ডানমানের প্রতিযোগীদের জন্য ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের হাবিবুল্লাহ বাহার কনফারেন্স হলে একটি ওয়ার্কশপের আয়োজন করে ডিউমুনা।          

শিক্ষার্থী সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মোহাম্মদ আখতারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংগঠনের প্রাক্তন সভাপতি মামুন মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংগঠনের মডারেটর প্রফেসর দেলোয়ার হোসেন, ইউনিডো এর বাংলাদেশের প্রতিনিধি জাকি উজ জামান, বাংলাদেশে অবস্থিত জাপান এমব্যাসির পাবলিক রিলেশন ও সংস্কৃতি বিষয়ক সেক্রেটারি মাচিকো ইয়ামামুরা, বাংলাদেশে জাতিসংঘ তথ্যকেন্দ্রের ন্যাশনাল ইনফরমেশন অফিসার মনিরুজ্জামান, সমাজবিজ্ঞান বিভাগের ডিন ড. সাদেকা হালিম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংগঠনের প্রাক্তন সাধারণ সম্পাদক সিদ্ধার্থ গোস্বামী।

পর্দা নামলো ঢাকা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সম্মেলনের
১৪ অক্টোবর বিজয়ীদের পুরস্কার বিতরণের মাধ্যমে ডানমানের সমাপ্তি করেন ‘ডানমান ২০১৯’ এর সেক্রেটারি জেনারেল চৌধুরী মুজাদ্দিদ আহমদ। তিনি বলেন, ‘সম্মেলনটি অনেকের কাছেই প্রচুর ঋণী, যেহেতু প্রত্যেকেই তাদের সম্পূর্ণ দক্ষতায় অবদান রেখেছে। আমরা আমাদের মস্তিষ্ক নিয়ে কাজ করেছি, কিন্তু হৃদয় দিয়ে আপনাদের যত্ন করেছি। আমি আমার সীমাবদ্ধতাগুলো স্বীকার করতে ভয় পাই না। কারণ আমার অসম্পূর্ণতাগুলো আমাকে নিজেকে বিকশিত করার এবং উন্নততর মানুষ হওয়ার সুযোগ দেয়।’  
আয়োজনটির মিডিয়া পার্টনার হিসেবে ছিল অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন।
উল্লেখ্য, ছায়া জাতিসংঘ হলো বর্তমান সময়ের অন্যতম পরিচিত শিক্ষার্থী সম্মেলন। প্রতি বছর শত শত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা এসকল সম্মেলনে অংশগ্রহণ করে। এমইউএন শিক্ষার্থীদের নেতৃত্ব, দলীয় কাজ, বক্তৃতা ও অন্যান্য প্রযুক্তিগত দক্ষতা  বৃদ্ধির পাশাপাশি তাদের কূটনৈতিক ও সৃজনশীল চিন্তার দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখে।  k

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!