X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বঞ্চিত পথশিশুদের পাশে সিআইইউ’র শিক্ষার্থীরা

ক্যাম্পাস রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২০, ২০:১৭আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ২০:২১

চট্টগ্রাম শহরের সিআরবি এলাকার গোয়ালপাড়ায় অবস্থিত ‘বর্ণের ইশকুল’ এর একঝাঁক পথশিশুদের পড়ালেখায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) ইংলিশ ক্লাবের সদস্যরা।

বঞ্চিত পথশিশুদের পাশে সিআইইউ’র শিক্ষার্থীরা

সম্প্রতি ক্লাবটির সঙ্গে জড়িত স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (অনুষদ) এর শিক্ষার্থীরা দিনভর সময় কাটান বর্ণের ইশকুলে। এই সময় তারা স্কুলের ৫৪ জন পথশিশুর মাঝে দুপুরের খাবার বিতরণ করেন।

পড়ালেখার নানান সামগ্রী বই-খাতা-পেন্সিল তুলে দেওয়া ছাড়াও মুখে হাসি ফোটাতে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার লাভ করেন শিশুদের অনেকে। সিআইইউ পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটাতে পেরে দারুণ খুশি এসব শিশুদের পরিবারের সদস্যরাও।

জানতে চাইলে সিআইইউ ইংলিশ ক্লাবের মডারেটর ও সহকারি অধ্যাপক সার্মেন রড্রিক্স বলেন, ‘পড়ালেখার পাশাপাশি আমাদের শিক্ষার্থীরা এই ধরনের কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াচ্ছে। তাদের এই ধরণের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’

‘বর্ণের ইশকুল’ এর প্রতিষ্ঠাতা শরীফুল ইসলাম শরীফ বলেন, ‘বড়দের কাছে পেয়ে এসব শিশুরা দিনটিকে স্মরণীয় করে রেখেছে। সিআইইউর ইংলিশ ক্লাবের এই ধরণের উদারতা দৃষ্টান্ত হয়ে বিবেচিত হতে পারে।’

সিআইইউর ইংলিশ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সাদিকুল রনি বলেন, ‘পরিবর্তনের অঙ্গীকার বাস্তবায়নে আমরা সবসময় বদ্ধপরিকর। আশা করছি আগামীতেও আরও ভালো কাজের মাধ্যমে সবার পাশে দাঁড়াব।’ অনুষ্ঠান সফল করতে ক্লাবের প্রেসিডেন্ট শিক্ষার্থী জেরীন তাসনীম অর্চির সহযোগিতার কথা তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইংলিশ ক্লাবের সদস্য শিক্ষার্থী ইশতিয়াক, কেলভিন, মুশফিক, সাদিকা, নদী, আয়শা, মাফরুহা, রিয়ান, তাসকিন, রাকিব, নওরীন, সামিয়া, রোমানা, ফারিজমা, জুহিন, শুভ্রনীলা, ইফতি, জাওয়াদ প্রমুখ।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের স্বাক্ষর
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের স্বাক্ষর
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা