X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বিনিয়োগ নির্ভর নাকি কর নির্ভর বাজেট: শওকত হোসেন মাসুম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০১৬, ১২:০১আপডেট : ০৪ জুন ২০১৬, ১৫:৫০

শওকত হোসেন মাসুম বাজেটের আকার বাড়ছে, যত আকার বাড়ছে প্রশ্নের উত্তরও তত কমছে। ২০১৬-১৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট বিনিয়োগ নির্ভর না, বরং কর নির্ভর হয়েছে। বাজেট বাস্তবায়ন কিভাবে করবেন বা কোন কৌশলে করবেন সেটার উত্তর পাওয়া যায়নি।
শনিবার বাংলা ট্রিবিউন কার্যালয়ে ‘কেমন বাজেট পেলাম’ শীর্ষক ‘বাংলা ট্রিবিউন বৈঠকি’ তে এ কথা বলেন  দৈনিক প্রথম আলোর বিজনেস এডিটর শওকত হোসেন মাসুম।
আরও পড়ুন: বিনিয়োগ বৃদ্ধি ও সুশাসন নিশ্চিত করতে হবে: মোস্তাফিজুর রহমান

তিনি বলেন, আমরা বাজেটের পরিমাণ নিয়ে বেশি আলাপ করছি। সংবাদকর্মী হিসেবে বাজেটের পর বিষয়গুলো আমাদের দেশে যেভাবে প্রচার করা হয় পার্শ্ববর্তী দেশ ভারতে খুঁজলেও পত্রিকায় বাজেটের টাকার পরিমাণ পাবেন না। কেননা, এই আকার নিয়ে আলাপ করলে আসল আলাপ থেকে দূরে সরে যায়।
তিনি আরও বলেন, সাধারণ মানুষকে টাকার অংক জিজ্ঞেস করলে কোনও উত্তর পাওয়া যাবে না। কারণ ওই টাকা তাকে ভাগ করে দেওয়া হবে না। এ বাজেটের মাধ্যমে সাধারণ মানুষ, ব্যবসায়ী, সিনিয়র সিটিজেন, বেকার কী পেলেন বা পেলেন না সেসব আলোচনার মূল বিষয় হওয়া দরকার। আমরা টাকার অংক আয়-ব্যয় নিয়ে হিসেব করি- এই আলোচনা থেকে বেরিয়ে আসা দরকার।
আরও পড়ুন: পরোক্ষ কর অসমতা বাড়ায়: মির্জ্জা আজিজুল ইসলাম

বাজেট প্রস্তাবের পর পরই কেন মোবাইল সিমের ওপর শুল্ক বাড়ানো হলো? পাঠকের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পাঠক জানতে চান মোবাইলফোনের ট্যাক্স সঙ্গে সঙ্গে কার্যকর হলো কেন? ইনকাম ট্যাক্স ছাড়া অন্য যেকোনও কার্যক্রমের ক্ষেত্রে বাজেট পেশ হওয়ার সঙ্গে সঙ্গে কার্যকর হয়।
চালের উদাহরণ দিয়ে তিনি বলেন, এটার যুক্তি হলো- সরকার চালের আমদানি শুল্ক বাড়িয়েছেন। আগামী বাজেট পাসের দিন পর্যন্ত মজুদ করার সুযোগ দেওয়া হয় না।

বাংলা ট্রিবিউন বৈঠকিতে অতিথিরা মিথিলা ফারজানার সঞ্চালনায় বৈঠকিতে উপস্থিত আছেন- সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম, মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন, বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক জ্যৈষ্ঠ সহ-সভাপতি আহমেদ রশিদ লালী, বাংলাদেশ নারী উদ্যোক্তা সমিতির সাবেক সভাপতি নাসরিন আওয়াল মিন্টু ও বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল।

আরও পড়ুন: 
যারা কর দিচ্ছেন তাদের ওপরই চাপ আসবে: আহমেদ রশিদ লালী
স্বপ্ন না দেখলে এগুনো যায় না: নাসরিন আওয়াল মিন্টু


বাজেট বাস্তবায়নটা বড় চ্যালেঞ্জ, দরকার সুশাসন
 

/ইউআই/এসএনএইচ/ এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
স্কুলে আসার পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
এই গরমে তরমুজ খাবেন যে ৭ কারণে
এই গরমে তরমুজ খাবেন যে ৭ কারণে
বার্সেলোনার ‘প্রতিশোধ’ মাদ্রিদে নিলেন নাদাল
বার্সেলোনার ‘প্রতিশোধ’ মাদ্রিদে নিলেন নাদাল
অস্ত্র ও গুলিসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
অস্ত্র ও গুলিসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
সর্বাধিক পঠিত
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে