X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

তিস্তা চুক্তি স্বাক্ষর: আশার আলো দেখা যাচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০১৬, ০০:৫১আপডেট : ২২ জুন ২০১৬, ০০:৫৪

বাংলাদেশ-ভারত তিস্তা চুক্তি স্বাক্ষরের জন্য নতুন করে আশার আলো দেখা যাচ্ছে। এ বছরে দ্বিতীয়বারের মতো মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার সুর নরম হয়েছে তার। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এমন আভাস মিলেছে।
২০১১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর ঢাকা সফরের সময়ে তিস্তা চুক্তি স্বাক্ষর হওয়ার বিষয়টি চূড়ান্ত থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েল প্রবল আপত্তির কারণে সম্ভব হয়নি।
সোমাবর ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলীর সঙ্গে  মমতা বন্দ্যোপাধ্যয়ের সঙ্গে সাক্ষাৎ করেন।  এসময়  মমতা বন্দ্যোপাধ্যায়   এ বিষয়ে তার ওপর ভরসা রাখার জন্য বলেন। একই সঙ্গে  কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবেন বলেও জানান।
এদিকে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বিজেপি সরকারের দু’বছর পূর্তি উপলক্ষে গত সপ্তাহে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সঙ্গে আলোচনার উদ্যোগ নেবে।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, আমরা দীর্ঘ চার দশক ধরে তিস্তা চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করে ২০১১ সালে এটি চূড়ান্ত করি।  তারপরে পাঁচ বছর পার হয়ে গেছে। আশা কারি, ভারতের কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের মধ্যে আলোচনা সাপেক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হবে। কেন্দ্রীয় সরকার যত দ্রুত সম্ভব উদ্যোগ নিয়ে নিজেদের বোঝাপড়া শেষ করবে। ভারতের আইন অনুযায়ী নদী সংক্রান্ত কোনও আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরের সময়ে সংশ্লিষ্ট রাজ্য বা রাজ্য সরকারগুলোর অনুমোদন নিয়ে কেন্দ্রীয় সরকারকে চুক্তি করতে হবে। তিস্তা নদী পশ্চিম বঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

তিস্তা চুক্তির খসড়া  নতুন করে আলোচনা করে ঠিক করা হবে কিনা—জানতে চাইলে,  পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন এটির খসড়া ২০১১ সালে চূড়ান্ত করা হয়েছে। এটি নিয়ে আর আলোচনার সুযোগ নেই। ২০১১ সালে দুই পক্ষের মধ্যে আলোচনা করে যে চুক্তির খসড়া চূড়ান্ত করা হয়েছিল সেই চুক্তিতেই এটি স্বাক্ষর করতে চায় বাংলাদেশ। আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরের সময়ে এ চুক্তি স্বাক্ষর হবে কি না—সেটি জানতে চাইলে তিনি বলেন, এটি সম্পূর্ণ নির্ভর করছে ভারতীয় কর্তৃপক্ষের ওপর।

ওই কর্মকর্তা আরও বলেন, অক্টোবর মাসে ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও সাউথ আফ্রিকা) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ভারতের গোয়ায়। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শেখ হাসিনাও ভারত সফরে নীতিগত সম্মতি দিয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশের উত্তর বঙ্গের দুই লাখ হেক্টর জমিতে তিস্তা নদীর পানি দিয়ে সেচ কাজ চালানো হয়। কিন্তু শুষ্ক মৌসুমে ভারত পশ্চিমবঙ্গের তিস্তা ব্যারেজের গজলডোবা অংশের সবগুলো গেট বন্ধ করে দেওয়ায় তিস্তা নদীর পানি প্রবাহ একেবারেই কমে যায় এবং গোটা কৃষি কাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।সাধারণ সেচ কাজ চালানো জন্য কম পক্ষে পাঁচ হাজার কিউসেক পানি প্রয়োজন কিন্তু শুষ্ক মৌসুমে এটি পাঁচ শত কিউসেকের নিচে নেমে আসে।

আরও পড়তে পারেন: আড়ালেই থেকে যাচ্ছে ‘ক্রসফায়ারে’র মূল গল্প

/এসএসজেড/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত