X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

গুলশান ও শোলাকিয়ার হামলা জেএমবির কাজ: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০১৬, ১৪:১৬আপডেট : ০৯ জুলাই ২০১৬, ১৫:৩৫

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক গুলশান ও শোলাকিয়ার জঙ্গি হামলা একই সংগঠনের জঙ্গিদের কাজ বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত জেএমবিই এই হামলাগুলো চালিয়েছে।
শনিবার কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের জামাতের মাঠের কাছে হামলাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আইএসের (ইসলামিক স্টেট) হামলার দায় স্বীকার করা নিয়ে আইজিপি বলেন, ‘যেখানেই হামলা হয়, আইএস সেখানেই দায় স্বীকার করে। এটা কেন করে, সেই যোগসূত্র খুঁজে পাচ্ছি না।’
আইজিপি শহীদুল হক বলেন, `গুলশানে হামলাকারী নিহত যে পাঁচজন, তাদের আমরা অনেক আগে থেকে খুঁজছিলাম। তাদের নাম-পরিচয় আগে থেকেই পুলিশের কাছে ছিল। তারা জেএমবি সদস্য। আর শোলাকিয়ায় হামলার ঘটনায় আমরা প্রাথমিকভাবে জেএমবির জড়িত থাকার প্রমাণ পেয়েছি। আহত অবস্থায় যে ধরা পড়েছে, সেও গুলশানের ঘটনায় জড়িতদের সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করেছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকের মধ্যেই এই ঘটনায় মামলা হতে পারে। হামলাকারী একজন নিহত ও একজন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশের যারা ছিলেন, তাঁরা বলছেন হামলায় পাঁচ-ছয়জন জড়িত ছিল। তবে সাপোর্টিং হিসেবে আরও কয়েকজন থাকতে পারে। তাদের সবাইকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

 ঘটনার আগে পুলিশ কেন গোয়েন্দা তথ্য পাচ্ছে না, এটি দুর্বলতা কি না, জানতে চাইলে আইজিপি বলেন, শোলাকিয়ায় যে হামলা হবে, পুলিশের কাছে এমন কোনও তথ্য ছিল না। কিন্তু জঙ্গিরা দেশের যে কোনও স্থানে হামলা করতে পারে, এমন আশঙ্কা ছিল। তবে পুলিশের কোনও দুর্বলতা নেই। তারা আহত হয়েও ফাইট চালিয়ে গেছে। তবে আমাদের গোয়েন্দারা তো ফেরেশতা না যে, সব তথ্য তাদের কাছে থাকবে। কেউ ব্যক্তিগতভাবে আলাদাভাবে গোপনে অপরাধ করলে তাদের খুঁজে বের করা একটু সময়সাপেক্ষ হয়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকের মধ্যেই এই ঘটনায় মামলা হতে পারে। হামলাকারী একজন নিহত ও একজন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশের যারা ছিলেন, তাঁরা বলছেন হামলায় পাঁচ-ছয়জন জড়িত ছিল। তবে সাপোর্টিং হিসেবে আরও কয়েকজন থাকতে পারে। তাদের সবাইকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

ঘটনার আগে পুলিশ কোনো গোয়েন্দা তথ্য পাচ্ছে না, এটি দুর্বলতা কি না, জানতে চাইলে আইজিপি বলেন, শোলাকিয়ায় যে হামলা হবে, পুলিশের কাছে এমন কোনও তথ্য ছিল না। কিন্তু জঙ্গিরা দেশের যে কোনও স্থানে হামলা করতে পারে, এমন আশঙ্কা ছিল। তবে পুলিশের কোনও দুর্বলতা নেই। তারা আহত হয়েও ফাইট চালিয়ে গেছে। তবে আমাদের গোয়েন্দারা তো ফেরেশতা না যে, সব তথ্য তাদের কাছে থাকবে। কেউ ব্যক্তিগতভাবে আলাদাভাবে গোপনে অপরাধ করলে তাদের খুঁজে বের করা একটু সময়সাপেক্ষ হয়।

এর আগে আইজিপি ঘটনাস্থল পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম মাহফুজুল হক নুরুজ্জামান। তাদের ঘটনার বর্ণনা দেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন খান। আইজিপি নিহত নারী ঝর্ণা রাণী ভৌমিকের পরিবারকে সান্ত্বনা দেন।

গুলশান ও শোলাকিয়ার হামলা জেএমবি চালিয়েছে কিভাবে নিশ্চিত হলেন জানতে চাইলে শহীদুল হক বলেন, ‘গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলার সঙ্গে যারা জড়িত ছিল, তাদের পরিচয় আগে থেকেই পুলিশের কাছে ছিল। শোলাকিয়ার হামলায় নিহত হামলাকারী ও আটক ব্যক্তিরাও জেএমবির তালিকাভুক্ত। জেএমবিই এই দুই হামলা চালিয়েছে।’
উল্লেখ্য, গত ১ জুলাইয়ের গুলশান হামলার রেশ কাটতে না কাটতেই কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের জামাতের কাছে টহলরত পুলিশের ওপর হামলা হয়। বিস্ফোরণ, গুলি ও চাপাতির হামলায় নিহত হন দুই পুলিশসহ চারজন।

/এসটি/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর বাড়ির অভিমুখে পুলিশ, এলাকাবাসীর বাধা
নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর বাড়ির অভিমুখে পুলিশ, এলাকাবাসীর বাধা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায়িত্ব ছিল আ.লীগ নিষিদ্ধ করা: নাহিদ ইসলাম
অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায়িত্ব ছিল আ.লীগ নিষিদ্ধ করা: নাহিদ ইসলাম
আ.লীগ নিষিদ্ধের কর্মসূচিতে যোগ দিয়েছেন মাদ্রাসার শিক্ষার্থীরাও
আ.লীগ নিষিদ্ধের কর্মসূচিতে যোগ দিয়েছেন মাদ্রাসার শিক্ষার্থীরাও
কয়েকশ নেতাকর্মী নিয়ে আ.লীগের নিষিদ্ধের কর্মসূচিতে যোগ দিলেন নাহিদ
কয়েকশ নেতাকর্মী নিয়ে আ.লীগের নিষিদ্ধের কর্মসূচিতে যোগ দিলেন নাহিদ
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ