X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

জঙ্গিদের অর্থদাতাদের শাস্তি নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৬, ২০:৪৭আপডেট : ২৩ জুলাই ২০১৬, ২৩:৪৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিদের অর্থদাতা যত শক্তিশালীই হোক, তাদের শাস্তি নিশ্চিত করা হবে বলে দেশবাসীকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, তাদের শাস্তি নিশ্চিত করা হবে। কে কত বড় ক্ষমতাশালী সেটা আমি দেখতে চাই না। শনিবার রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এ সভা অনুষ্ঠিত হয়।  
সভায় শেখ হাসিনা বলেন, সারা বিশ্ব জঙ্গি-সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে রয়েছে। গুলশান-শোলাকিয়ার ঘটনায় সারা বিশ্ব সমবেদনা জানিয়েছে। সহযোগিতার আশ্বাস দিয়েছে। তিনি বলেন, তদন্ত চলছে। গুলশানের নিহত জঙ্গিদের লাশ এখনও আমাদের কাছে রয়েছে। লাশগুলোর  পরীক্ষা-নিরীক্ষা চলছে। নমুনা সংগ্রহের কাজ চলছে। এত নিষ্ঠুরভাবে কিভাবে মানুষ হত্যা করে, এসব খতিয়ে দেখা হচ্ছে। এজন্য বিদেশি সাহায্য নেওয়া হবে।  
গুলশানের হামলায় নারীদের ওপর জঙ্গিদের বিভৎসতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নারীদের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে। তাদের চোখ উপড়ে ফেলা হয়েছে। শুধু হত্যাই নয়, তাদের ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছে।

জঙ্গিদের কোনও তথ্য পেলে সঙ্গে-সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য জানাতে অনুরোধ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জঙ্গি দমনে সরকারের পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, এটি মোকাবিলায় আমরা যে সচেতনতা সৃষ্টির পদক্ষেপ  নিয়েছি, তাতে ব্যাপক সাড়া পড়েছে।

এ সময় শেখ হাসিনা বলেন, জনতার শক্তি সবচেয়ে বড় শক্তি। যেকোনও দুর্যোগ-দুর্বিপাকে জনগণই প্রতিরোধ গড়ে তুলেছে।

সভার সূচনা বক্তব্যে শেখ হাসিনা আরও বলেন, জনতার শক্তিই সবচেয়ে বড় শক্তি, আমরা জনগণের শক্তিতে বিশ্বাসী। এই জনগণই যেকোনও দুর্যোগ-দুর্বিপাকে প্রতিরোধ গড়ে তুলেছে। জনগণের শক্তিতে আওয়ামী লীগ বিশ্বাসী। প্রধানমন্ত্রী তার বক্তব্য পর্ব শেষ করে রুদ্ধধার বৈঠকে বসেন।

/পিএইচসি/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ