X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

শাস্তি পাওয়ার জন্য মীর কাসেম তৈরি হয়ে আছেন: মায়া

সুনামগঞ্জ প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০১৬, ১৬:০৪আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৬, ১৬:০৪

সুনামগঞ্জে ত্রাণমন্ত্রী একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মীর কাসেম আলীর বিষয়ে সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছেন তারওপর কারও কোনও কথা নেই বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। মীর কাসেমের মৃত্যুদণ্ড স্থগিত করার বিষয়ে আর্ন্তজাতিক মানবাধিকার সংস্থাগুলোর আহ্বানের বিষয়ে তিনি এই কথা বলেন। শাস্তি পাওয়ার জন্য মীস কাসেম তৈরি আছেন বলেও মন্তব্য করেন মন্ত্রী।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পাঁচ বছর মেয়াদী (২০১৬-২০২০) পরিকল্পনার খসড়া প্রনয়ণের লক্ষ্যে সুনামগঞ্জে মত বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১ টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

মন্ত্রী বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। যে অপরাধী তাকে শাস্তি ভোগ করতে হবে। শাস্তি পাওয়ার জন্য তিনি (মীর কাসেম) তৈরি হয়েই আছেন।’

তিনি বলেন, ‘ওয়ার্কশপের মাধ্যমে তৃণমূলের মতামত নিয়ে আগামী ৫ বছরের কর্মপরিকল্পনা নেওয়া হবে। যেকোনও দুর্যোগ আমরা দক্ষতার সঙ্গে মোকাবেলা করবো। দেশে খাদ্যের কোনও অভাব নেই। বজ্রপাত হলে ৪/৫ জন মানুষ মারা যাবে, কিন্তু সচেতন না হলে ভূমিকম্প হলে মারা যাবে লাখ লাখ লোক।’

কর্মশালায় সুনামগঞ্জের বিভিন্ন দুর্যোগ ও প্রাকৃতিক সমস্যার কথা তুলে ধরেন সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, জেলা প্রশসানেরর কর্মকর্তারা। এসময় তারা ভুমিকম্প, বজ্রপাত, আগাম বন্যা, পানিতে পড়ে শিশুমৃত্যুসহ, পাহাড়ি বালির আগ্রাসন, নদী খনন ইত্যাদি বিষয় মন্ত্রীকে অবহিত করেন।

কর্মশালায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্য পীর ফজলুল রহমান মিছবাহ, ছাতক দোয়ারা আসনের সংসদ সদস্য মুহিবুর রমান মানিক, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামছুন নাহার বেগম শাহানা রব্বানী, দুর্যোগ ব্যববস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর (ইনচার্জ) নিক বেরেস ফোর্ড প্রমুখ।

আরও পড়ুন-

বয়স নয়, পশু জবাইয়ের ক্ষেত্রে সক্ষমতা বিবেচনার দাবি আলেমদের

দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যাননি বিএনপির বেশিরভাগ নেতা

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকার বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিতে বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
সরকার বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিতে বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
শীর্ষ ঋণখেলাপি লস্করের সম্পত্তি ওসির জিম্মায় দিলেন আদালত
শীর্ষ ঋণখেলাপি লস্করের সম্পত্তি ওসির জিম্মায় দিলেন আদালত
জনপ্রিয়তার তুঙ্গে থেকেও হিন্দুত্ববাদে ভরসা মোদির?
জনপ্রিয়তার তুঙ্গে থেকেও হিন্দুত্ববাদে ভরসা মোদির?
প্রথম ধাপের প্রার্থীদের ৫৬ শতাংশই ব্যবসায়ী: টিআইবি
উপজেলা নির্বাচনপ্রথম ধাপের প্রার্থীদের ৫৬ শতাংশই ব্যবসায়ী: টিআইবি
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র