X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

চাপাতি উদ্ধার, ছাত্রলীগ নেতা বদরুল পুলিশ হেফাজতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০১৬, ১৭:০৪আপডেট : ০৪ অক্টোবর ২০১৬, ১৭:৪৩

বদরুল আলম

 

সিলেটে কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতা বদরুল আলমকে হেফাজতে নিয়েছে পুলিশ।এ ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখাতে মঙ্গলবার দুপুরে পুলিশ আদালতের অনুমতি চেয়ে আবেদন করেছে। কলেজ ছাত্রী নার্গিসকে যে চাপাতি দিয়ে বদরুল কুপিয়েছিল, সেই চাপাতিটিও পুলিশ উদ্ধার করেছে।সোমবার বিকালে ঘটনার পরপর গণপিটুনির শিকার ছাত্রলীগ নেতা বদরুল সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছে।

সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা আক্তার নার্গিস সোমবার বিকালে পরীক্ষা দিয়ে বাসায় ফিরছিলেন। পথে নার্গিসকে শাবিপ্রবির ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নার্গিসকে স্থানীয় হাসপাতালে ও পরে রাজধানীর স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।স্কয়ার হাসপাতালে নার্গিসকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। 

সিলেট মহানগরীর শাহপরান থানার ওসি শাহজালাল মুন্সি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মঙ্গলবার দুপুরে কলেজ ছাত্রী নার্গিসের চাচা আবদুল কুদ্দুস বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার একমাত্র আসামী হচ্ছে সেই বদরুল।’ তাকে ‘কাস্টডি ওয়ারেন্ট’ দেখাতে তারা আদালতের অনুমতিও চেয়েছেন বলে জানান তিনি। বর্তমানে বদরুলকে পুলিশ পাহারায় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে ছাত্রলীগ নেতা বদরুলের ফাঁসি দাবি করে মঙ্গলবার সকালে সিলেট নগরীর চৌহাট্টাস্থ সরকারি মহিলা কলেজের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন তার সহপাঠিরা। তারা চাপাতি বদরুলের শাস্তি না হওয়া পর্যন্ত তিন দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন। কর্মসূচির মধ্যে রয়েছে আজ  মঙ্গলবার থেকে কলেজের সকল ক্লাস ও পরীক্ষা বর্জন, বুধবার কালো ব্যাজ ধারণ করে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান এবং বৃহষ্পতিবার প্রতিবাদ সমাবেশ ও পরবর্তী কর্মসূচি ঘোষণা।

জেইউ/ এপিএইচ/

আরও পড়ুন:

‘চাপাতি বদরুল’ এর শাস্তির দাবিতে উত্তাল সিলেট

ছাত্রলীগ নেতার চাপাতির কোপে আহত ছাত্রী লাইফ সাপোর্টে

নার্গিসকে হত্যাচেষ্টাকারীর বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
মজুরির ধান নিয়ে ট্রাকে বাড়ি ফেরার পথে প্রাণ গেলো ২ শ্রমিকের
মজুরির ধান নিয়ে ট্রাকে বাড়ি ফেরার পথে প্রাণ গেলো ২ শ্রমিকের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
হামলার শিকার স্লোভাক প্রধানমন্ত্রীর আরও একটি অস্ত্রোপচার
হামলার শিকার স্লোভাক প্রধানমন্ত্রীর আরও একটি অস্ত্রোপচার
মুম্বাইয়ের হারের পর নিষেধাজ্ঞার কবলে হার্দিক
মুম্বাইয়ের হারের পর নিষেধাজ্ঞার কবলে হার্দিক
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
ত্বক তারুণ্যদীপ্ত দেখানোর ৮ টিপস 
ত্বক তারুণ্যদীপ্ত দেখানোর ৮ টিপস 
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
কাশ্মির সীমান্তের দুই দিকে বিপরীত দুই দৃশ্য
কাশ্মির সীমান্তের দুই দিকে বিপরীত দুই দৃশ্য
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন