X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

মিরপুরে স্টেডিয়াম যেন পান্থপথে

চৌধুরী আকবর হোসেন
০৯ অক্টোবর ২০১৬, ২২:১২আপডেট : ০৯ অক্টোবর ২০১৬, ২২:২৭

পান্থপথে খেলা দেখছেন ক্রিকেটপ্রেমীরা

খেলার মাঠে টাইগারদের লড়াই উপভোগ করছে সারা দেশ। শের-ই বাংলা স্টোডিয়ামে দর্শকদের উপচে পড়া ভিড়। সেই ভীড় যেন এসে পৌঁছেছে পান্থপথে। শত শত মানুষ উপভোগ করছেন খেলা। রাস্তার আইল্যান্ড যেন গ্যালারি।

রাজধানীর পান্থপথে এফ আর টাওয়ারের পাশেই একটি ভবনের দ্বিতীয় তলার একটি ইলেকট্রনিক সামগ্রীর বিক্রয় কেন্দ্র। রাস্তার দিকে মুখ করে রাখা বড় পর্দার টেলিভিশনে চলছে বাংলাদেশ- ইংল্যান্ডের খেলা। রবিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। ৮ উইকেটে ২৩৮ রান করে বাংলাদেশ দল।

টিভির পর্দায় দেখা যাচ্ছে তাসকিন আহমেদের বলে এলবিডব্লিউ হন জস বাটলার। মুহূর্তেই উল্লাসে ফেটে পড়েন দর্শকরা। আশপাশে থেকে মনে হতেই পারে এ আওয়াজ আসছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে। বাংলাদেশ জিতবে এমন প্রত্যাশা প্রত্যেক দর্শকদের চোখে মুখে। বিজয়ের পথের কাঁটা জস বাটলার আউট হওয়া উল্লাস ছিল একটু বেশি। অনেক নেচে ওঠেন রাস্তায়, যেন তিনি রয়েছেন খেলার মাঠেই। খানকটা সময় চললো তাসকিনবন্দনা।

চলছে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ, আইল্যান্ড যেন গ্যালারি

তবে দর্শকদের এই উল্লাসে বাধা হয়েছে যান চলাচলে। শুক্রাবাদ হয়ে আসা যানগুলোকে থেমে থেমে যেতে হচ্ছে সেই পথ ধরে। কেউ কেউ খানিকটা ধীর গতিতে গাড়ি চালিয়ে দেখে নিচ্ছেন স্কোর। এতো মানুষের আনাগোনায় উপকারও হয়েছে বাদাম বিক্রেতার। রাস্তার আইল্যান্ডে বসে বাদাম খেতে খেতে খেলা দেখছেন দর্শকরা।

কথা হয় রাস্তায় দাঁড়িয়ে খেলা দেখা র্দশকদের সঙ্গে। তাদেরই একজন  আরাফাত রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ পথ দিয়েই বাসায় যাচ্ছি, এত মানুষ এক সাথে খেলা দেখছে তাই আমিও দেখতে দাড়িয়ে গেলাম। একসঙ্গে অনেক মানুষ খেলা দেখার আলাদা রকমের আনন্দ। রাস্তায় দাঁড়িয়ে দেখছি মনেই হচ্ছে না।

বড় পর্দায় খেলা দেখা আনন্দের কথা বললেন মাসুদুর রহমান। তার মুখ থেকে কথা কেড়ে নিয়ে তারই বন্ধু আব্দুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, সবাই একসঙ্গে খেলা দেখছি, জয়ের প্রত্যাশায় আছি, এটাই বড় কথা। কোথায় দেখছি এটা বড় কথা না। আমাদের বাসা এই পাশের গলিতেই। আড্ডা দিতে দিতে মোবাইলে স্কোর দেখছিলাম, বড় পর্দা দেখে এখানেই খেলা দেখছি।

পান্থপথে খেলা দেখছেন ক্রিকেটপ্রেমীরা

/সিএ/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড