X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

‘জঙ্গিবাদের প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’

বাংলা ট্রিবিউন রিপোট
১৯ অক্টোবর ২০১৬, ২০:৩৪আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ২১:১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যারা সন্ত্রাস-জঙ্গিবাদকে প্রশ্রয় দেবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আবারও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘বিশ্বব্যাপী যেভাবে জঙ্গি দমন করা হচ্ছে এদেশেও সেভাবেই হচ্ছে। এ নিয়ে কে কী বলল, সেটা বড় কথা নয়।’ বুধবার গণভবনে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে  দলটির কার্যনির্বাহী সংসদের বৈঠকে তিনি এসব কথা বলেন।  

বিএনপি-জামায়াতের ক্ষমতায় থাকার সময়ের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘বিএনপি উন্নয়ন নয়, মানুষ হত্যা করে। তারা ক্ষমতায় এলে লুটপাট করে।’

শেখ হাসিনা অভিযোগ করেন, ‘জঙ্গি-সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালালে বিএনপি সেই জঙ্গিদের পক্ষেই সাফাই গায়। সরকার কখনও জঙ্গি-সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না, দেবে না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর যখন জঙ্গিরা আক্রমণ করে, তখন জঙ্গিরা মারা পড়ে। আর বিএনপির হাহাকার শুরু হয়ে যায়। এসব জঙ্গির জন্য বিএনপির হা-হুতাশ কেন? তারা ক্ষমতায় থাকতে তো রাষ্ট্রীয় মদদে জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছিল। যেখানেই জঙ্গিদের আস্তানার খবর পাওয়া যাচ্ছে, আইনশৃঙ্খলাবাহিনী অ্যাকশনে যাচ্ছে। অ্যাকশনে গেলেই বিএনপি জঙ্গিদের পক্ষে সাফাই গায়, প্রশ্ন তোলে।’

এ সময় শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। সম্মেলনে সারাদেশে সাড়া পড়েছে। কারণ জনগণ জানে, একমাত্র আওয়ামী লীগই পারবে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে।’ তিনি বলেন, ‘আজ দারিদ্র্য দূর হয়েছে আওয়ামী লীগের গৃহীত নীতির কারণে। আওয়ামী লীগ লক্ষ্য নির্ধারণ করে কাজ করে। লক্ষ্য বাস্তবায়ন করা একটি দলের কর্তব্য।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘এ দেশের মানুষের জীবনমান কিভাবে আরও উন্নত করা যায়, তার প্রতিফলন ঘটবে সম্মেলনে গৃহীত দলের ঘোষণাপত্রে।’ তিনি বলেন, ‘ধারাবাহিকভাবে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে। গ্রামেও এ উন্নয়নের ছোঁয়া লেগেছে। এই ধারাবাহিকতা রক্ষা করতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল, যে দলটি ইশতেহার ভুলে যায় না। প্রতি বাজেটের আগে ইশতেহার সব মন্ত্রণালয়ে পাঠায়। নির্বাচনি ইশতেহার পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করি। আমরা যে ওয়াদা করি, তা রক্ষা করি। মানুষ তার সুফল পায়।’

/পিএইচসি/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ