X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

নির্বাচনের বেশিদিন বাকি নেই: শেখ হাসিনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০১৬, ২০:৪৪আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ২২:২৮

 

গণভবনে আ.লীগের নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের আবারও তাগিদ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘নির্বাচনের আর বেশিদিন বাকি নেই। মাত্র দুই বছর তিন মাস। তিন মাস আগেই নির্বাচনি প্রক্রিয়া শুরু হবে। পুরো সময়টা কাজে লাগাতে হবে।’ সোমবার গণভবনে আওয়ামী লীগের নেতাকর্মীরা অষ্টম বারের মতো নির্বাচিত দলের সভাপতি শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে গেলে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘জনগণের জন্য কী কী কাজ করলাম, তা তাদের জানাতে হবে। তাদের বলতে হবে, আওয়ামী লীগকে ভোট দিলে আপনারা আরও পাবেন। সেবার মনোভাব নিয়ে জনগণের কাছে যেতে হবে।’

সন্ধ্যায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ নির্বাচিত অন্য কেন্দ্রীয় নেতারাও ছিলেন। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।  

আওয়ামী লীগ সরকার জনগণের জন্য যেসব উন্নয়নমূলক কাজ করেছে, তার প্রচারের জন্যও নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এ কথাগুলো এখন থেকে না বললে কিভাবে মানুষ জানবে। বিষয়টা এমন না যে, তফসিল ঘোষণা করলে আমরা কাজ শুরু করব। এখন থেকে বলে বলে মানুষের হৃদয়াঙ্গম করাতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘বর্তমানে একটা উত্তাপ শুরু হয়েছে। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ। এগুলো বিএনপি-জামায়াতের সৃষ্টি। তারা মদদ দিয়েছে। বিশ্বব্যাপী জঙ্গিবাদ বিরাট সমস্যা। এই সমস্যার সমাধান নিজেদের করতে হবে। এ জন্য কারও মুখাপেক্ষি থাকলে চলবে না।’

সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার তাগিত দিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘এ জন্য সবাইকে যার-যার অবস্থান থেকে কাজ করতে হবে। আমাদের উন্নয়ন কর্মকাণ্ডগুলো যদিও দৃশ্যমান, তবু জনগণকে মনে করিয়ে দিতে হবে, বলতে হবে। বোঝাতে হবে।’

গৃহহীন ও নিঃস্বদের তালিকা করার জন্য দলীয় নেতাদের প্রতি নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা সবাই নিজ-নিজ এলাকার নিঃস্ব মানুষদের তালিকা করবেন। আমরা সবাইকে ঘর করে দেব। একজন মানুষও গৃহহীন থাকবে না।’ তিনি বলেন, ‘দারিদ্রের হার শূন্যের কোটায় নামিয়ে আনব। একজন মানুষও দরিদ্র থাকবে না। মানুষকে দারিদ্র্যমুক্ত করব। এটাই আমাদের সরকারের লক্ষ্য।’ 

/পিএইচসি/ এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ