X
রবিবার, ২৫ মে ২০২৫
১১ জ্যৈষ্ঠ ১৪৩২

মধ্য নভেম্বরে জেলা পরিষদ ও নাসিক নির্বাচনের তফসিল

এমরান হোসাইন শেখ
০১ নভেম্বর ২০১৬, ০০:২১আপডেট : ২০ ডিসেম্বর ২০১৬, ১৬:৩৪
image

নির্বাচন কমিশন জেলা পরিষদ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের তফসিল নভেম্বরের মাঝামাঝি সময়ে ঘোষণা করা হবে। প্রথমবারের মতো সরকার ঘোষিত সময় অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর কাছাকাছি সময়েই নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ভোটগ্রহণের দিনক্ষণ নির্ধারণ করা হবে বলে জানা গেছে।
এদিকে, নারায়ণগঞ্জ সিটির পাশাপাশি একই সাথে ‍কুমিল্লা সিটি নির্বাচনে ইসি প্রস্তুতি নিলেও সম্প্রতি আদালতের রায়ে কুমিল্লার নির্বাচন অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি হওয়ায় এ নির্বাচনের তফসিলে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে এরই মধ্যে আদালতের নিষেধাজ্ঞা উঠে গেলে দুই সিটি করপোরেশন নির্বাচনের তফসিল একই সঙ্গে ঘোষণা হতে পারে। সেক্ষেত্রে ভোটগ্রহণের দিনও একই হতে পারে।

নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সিটি করপোরেশন ও জেলা পরিষদ নির্বাচনের বিধিমালা ও আচরণ বিধির খসড়া চূড়ান্ত করে, তা ভেটিংয়ের জন্য ইতোমধ্যে আইন মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। ভেটিং পেলে এগুলো গেজেট আকারে প্রকাশিত হবে।

এর আগে গত ২৪ অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রণালয় জেলা পরিষদ নির্বাচনের তারিখ ২৮ ডিসেম্বর নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে। পরে তা কমিশনকে জানিয়ে দিয়ে ওই তারিখে নির্বাচন অনুষ্ঠানের অনুরোধ জানায়। আইন অনুযায়ী, কমিশন এখন ২৮ ডিসেম্বর ভোটগ্রহণের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করবে।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন মো. শাহনেওয়াজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সরকার জেলা পরিষদ নির্বাচনের যে তারিখ ঘোষণা করেছে, সেই অনুযায়ী আমরা তফসিল ঘোষণা করে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবো।’

নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে এ নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে এ নির্বাচন কমিশনার জানান।

জেলা পরিষদের পাশাপাশি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তফসিলও একই সঙ্গে ঘোষণা করা হতে পারে বলে জানান শাহ নেওয়াজ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা ডিসেম্বরের শেষ দিকে নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটির নির্বাচনের প্রস্তুতি নিয়েছিলাম। তবে আদালত কুমিল্লা নির্বাচনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এটা না উঠা পর্যন্ত আমরা কুমিল্লার নির্বাচন করতে পারছি না। আর যেহেতু ডিসেম্বরর মধ্যে আমাদের নারায়ণগঞ্জ সিটি নির্বাচন করতে হবে, এজন্য নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের দিকে আমরা এর তফসিল ঘোষণা করার প্রস্তুতি নিয়ে এগুচ্ছি।’

এদিকে, সোমবার সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ। এক প্রশ্নের জবাবে সিইসি জানান, ‘প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠানের বিধান অনুসারে, সরকার ২৮ ডিসেম্বর ওই নির্বাচনের ভোটগ্রহণের তারিখ ঠিক করেছে। ওই তারিখে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় বিধি প্রস্তুত করে তা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। নভেম্বরের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা করে আমরা নির্বাচনটা করলে ফেলবো।’

প্রসঙ্গত, অন্যান্য নির্বাচনের মতো জেলা পরিষদ নির্বাচনের তফসিল নির্বাচন কমিশনের ঘোষণার কথা থাকলেও আইন অনুযায়ী, প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠানে সরকার তারিখ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে বলে জেলা পরিষদ আইনে উল্লেখ করা হয়েছে। সেই হিসেবে সরকার এ নির্বাচনের তারিখ ঘোষণা করে তা গেজেট আকারে প্রকাশ করে কমিশনকে জানিয়ে দিয়েছে।

উল্লেখ্য, তিন পার্বত্য জেলা বাদে বাংলাদেশের ৬১টি জেলা পরিষদে ২০১১ সালের ১৫ ডিসেম্বর আওয়ামী লীগ নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার। তাদের মেয়াদপূর্তিতে ডিসেম্বরে প্রথমবারের মতো এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

/ইএইচএস/এসএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফাইনালে লাহোরের একাদশে রিশাদ, বাদ সাকিব
ফাইনালে লাহোরের একাদশে রিশাদ, বাদ সাকিব
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিএনপির সদস্যসচিব
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিএনপির সদস্যসচিব
সরকারের নেতৃত্বের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে: সাইফুল হক
সরকারের নেতৃত্বের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে: সাইফুল হক
ডিসেম্বরে নির্বাচন দেখতে পাবে জনগণ, আশা তারেক রহমানের
এনবিআরের সংস্কার অর্থনীতির জন্য ভালো নয়ডিসেম্বরে নির্বাচন দেখতে পাবে জনগণ, আশা তারেক রহমানের
সর্বাধিক পঠিত
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
বিক্ষোভে উত্তাল সচিবালয়
বিক্ষোভে উত্তাল সচিবালয়
নিজ জেলায় জামায়াত আমির, দিনব্যাপী কর্মসূচি
নিজ জেলায় জামায়াত আমির, দিনব্যাপী কর্মসূচি
ড. ইউনূসকে রাষ্ট্রপতি করে জাতীয় সরকার গঠনের দাবি
ড. ইউনূসকে রাষ্ট্রপতি করে জাতীয় সরকার গঠনের দাবি