X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

চার ইস্যুতে বাংলাদেশ-ভারত নৌ-সচিব পর্যায়ে বৈঠক চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৬, ১১:৪০আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৬, ১২:০০

বাংলাদেশ-ভারত

বাংলাদেশ ও ভারতের নৌ-সচিব পর্যায়ের বৈঠক শুরু হয়েছে ঢাকায়। বুধবার সকালে সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়। আর ভারত প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সেদেশের নৌ পরিবহন সচিব রাজীভ কুমার।

দুই দেশের প্রতিনিধিদের মধ্যে চারটি বিষয় নিয়ে আলোচনা ও সমঝোতা স্মারক সই হতে পারে। এগুলো হলো, লাইট হাউজেস ও লাইট শিপস (নৌরুটে বয়া বাতী নির্মাণ), কোস্টাল ও প্রটোকল রুটে যাত্রী ও ক্রুজ সার্ভিস সংক্রান্ত, পায়রা বন্দরে মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণ এবং চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার। দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে।

নৌ-সচিব অশোক মাধব সাংবাদিকদের জানিয়েছেন, ‘ভারত বাংলাদেশের পায়রা বন্দরে টার্মিনাল নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে। যদি বাংলাদেশ এতে সম্মত হয় তাহলে ভারতের একটি বেসরকারি প্রতিষ্ঠান এ টার্মিনাল নির্মাণ করবে। পায়রা বন্দর  নির্মাণের জন্য এরই মধ্যে ১২৫টি দেশ আগ্রহ প্রকাশ করেছে। তবে কারা এ কাজ করবে সে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। আমরা কারও কাছেই টাকা চাইনি। তারাই আগ্রহ প্রকাশ করেছে।’

টার্মিনাল নির্মাণে কি পরিমাণ টাকা লাগতে পারে-এ প্রশ্নর জবাবে তিনি বলেন, ‘ফিজিবিলিটি স্টাডিতে দেখা গেছে টার্মিনাল নির্মাণে ১৮ বিলিয়ন ডলার লাগতে পারে। এ সংক্রান্ত একটি প্রস্তাব অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) জমা দেওয়া আছে।’

কোস্টাল ও ক্রু সার্ভিস প্রসঙ্গে তিনি বলেন, ‘পর্যটকরা যারা জাহাজে করে আসবে তারা মূল ভূখণ্ডে নামতে পারবেন না। তবে জাহাজের ক্রুরা যেন ৭২ ঘণ্টার জন্য ভূখণ্ডের নামতে পারে সে বিষয়ে একটি সমঝোতা হবে। তাদের অন অ্যারাইভাল ভিসা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।’

বন্দর ব্যবহার প্রসঙ্গে সচিব বলেন, ‘ভারত চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করতে চায়। সেক্ষেত্রে তারা কীভাবে এবং কোন ক্ষেত্রে ব্যবহার করবে সে বিষয়ে নিয়ে এখানে আলোচনা হবে।’

তিনি জানা, আজকের বৈঠকে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হবে। সেই কমিটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরে (এসওপি) বিস্তারিত থাকবে। তবে বন্দর ব্যবহারে ফি পরে নির্ধারণ করা হবে।       

সাংবাদিকদের সচিব অশোক মাধব বলেন, ‘এ মাসে প্রধানমন্ত্রীর ভারত সফরের সঙ্গে এ বৈঠকের কোনও সম্পর্ক নেই। এটা নিয়মিত বৈঠক। প্রতি তিনমাস পরপর দুদেশের মধ্যে সচিব পর্যায়ে বৈঠক হয়। এটি তারই অংশ।’

/এসআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট