X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

মানবাধিকার স্রেফ কথার কথা!

উদিসা ইসলাম
১০ ডিসেম্বর ২০১৬, ২১:৪৪আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ২৩:৩২

সাঁওতালদের ওপর হামলা, শিশু নির্যাতনের প্রতীকী ছবি ও নাসিরনগরে প্রতিমা ভাঙচুর

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো সুরাহা না হওয়ায় মানবাধিকার কথাটি ‘কথার কথা’ হিসেবে চিহ্নিত হয়ে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মানবাধিকারকর্মীরা। তারা মনে করেন, কোনও একটি অধিকার ক্ষুন্ন হলে, লঙ্ঘিত হলে সেটির কারণ নির্ণয় এবং তার ন্যায়বিচার প্রতিষ্ঠা না করা গেলে সমাজে মানবিক কোনও পরিবেশ আছে বলে মনে করার কারণ নেই। গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কমেছে নাকি সেগুলো প্রচারের ধরন বদলেছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। 

এ বছর একের পর এক কুপিয়ে হত্যাকাণ্ড, ধানমণ্ডি থেকে নিখোঁজ দৃক গ্যালারির কর্মকর্তা ইরফানুল ইসলামের লাশ নারায়ণগঞ্জে পাওয়া, কুমিল্লা সেনানিবাস এলাকায় সোহাগী জাহান তনুর খুন ও তার বিচারের অগ্রগতি না হওয়া, চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা এবং সেই ঘটনার সুরাহা না হওয়া, একের পর এক বীভৎসভাবে শিশু হত্যাকাণ্ড ছাড়াও প্রতিদিনই গুম, খুন এবং ধর্ষণের মতো চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। 

আইন ও শালিস কেন্দ্র তাদের এক হিসাবে বলছে, এ বছরের জানুয়ারি থেকে আগস্ট মাসের ২৯ তারিখ পর্যন্ত বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুমের ঘটনা ঘটেছে ৭০টি। ২০১৫ সালে গুমের ঘটনা ছিল সারা বছরে ৫৫টি। ধর্ষণ ও যৌন হয়রানির সংখ্যাও অনেক। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০১৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ধর্ষণ ও যৌন হয়রানির শিকার হয়েছেন ৭২৩ জন নারী ও শিশু। এই ১২ মাসে ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৬০ জনকে। আর ধর্ষণের গ্লানি সইতে না পেরে আত্মহত্যা করেছেন দুজন। এ বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে ধর্ষণ ও পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন ৫১২ জন নারী ও শিশু। এই সময়ের মধ্যে ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৩২ জন।

অন্যদিকে বাংলাদেশ শিশু অধিকার ফোরামের পরিসংখ্যান বলছে, গত সাড়ে তিন বছরে দেশে ৯৬৮টি শিশুকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। আইন সালিশ কেন্দ্রের তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ছয় মাসে দেশে ২৩৫ জন শিশুকে হত্যা করা হয়েছে। বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে ৫৯১জন শিশুকে। এ বছর এখন পর্যন্ত হত্যার পাশাপাশি নৃশংসতাও বেড়েছে। 

এমন ভয়ঙ্কর পরিস্থিতির পরও জাতীয় মানবাধিকার কমিশনকে তনুর ঘটনার বাইরে কোনও কথা বলতে দেখা যায়নি। মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তনুর বিষয়ে কেবল না, আমাদের বেশ কিছু বিষয়ে নানাবিধ চাপের মুখে পড়তে হয়েছে। বিশেষত গুম খুনের বিষয়ে আমরা কিছুই করতে পারিনি। মানবাধিকার কথাটি অনেক ক্ষেত্রে স্রেফ ‘কথার কথা’ হয়ে দাঁড়িয়েছে, সেটা দুঃখজনক।’ মানবাধিকার কেন কথার কথা হয়ে দাঁড়ালো, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কারণ আমরা লঙ্ঘিত হওয়া অধিকার মানুষের হাতে ফিরিয়ে দিতে পারিনি।’ সর্বশেষ সাঁওতাল ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমার মনে হয় না তাদের প্রতি আমরা ন্যায়বিচার নিশ্চিত করতে পেরেছি।’ 

এ বছর শিশু নির্যাতন বেড়ে যাওয়া এবং ধর্ষণের শিকার শিশুর প্রতি বীভৎস আচরণ প্রসঙ্গে অপরাধ বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. জিয়া রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একটির পর একটি ঘটনা আমাদের নাড়া দিয়েছে, তারপর আরেকটি ঘটনায় তা চাপা পড়ে গেছে। একেকটি ঘটনা ঘটবে আর সুরাহা হবে বিষয়টি তেমন হওয়ার কথা না। দেশে শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ থাকতে হবে যা তাকে ধারাবাহিক নিরাপত্তা দেবে। তা না করে যদি ঘটনা ঘটলে সেই ঘটনার সুরাহা করায় উৎসাহী হই সেটা তো অনেকটা লোক দেখানোর মতো কাজ হবে। ‘কথার কথা’ দিয়ে তো মানবাধিকার প্রতিষ্ঠিত হবে না।’ 

সংখ্যালঘুকে তার স্থান থেকে সরাতে পাহাড়ে আর সমতলে একই ধরনের নিপীড়ন চালানো হচ্ছে উল্লেখ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মুক্তিযুদ্ধের সপক্ষের সরকারের সময় এ ধরনের নির্যাতন হতাশ করে। নাসিরনগরের হামলা, গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলা, পার্বত্য চট্টগ্রামের হামলা, রামু সহিংসতার ঘটনার কোনও সুরাহা না হওয়া আমাদেরকে এই বার্তা দেয় যে, তোমার অধিকার চাওয়ার অধিকারটুকুও আছে কিনা ভেবে দেখো।’ তিনি বলেন, ‘দিনের পর দিন সংখ্যালঘুদের ওপর যে ধরনের নির্যাতন ঘটছে সেটা দিয়ে মানবাধিকার পরিস্থিতি যদি বিবেচনায় নিতে চান তাহলে বলতে হবে, এ দেশে সংখ্যালঘুদের অধিকার নিয়ে সিরিয়াসলি কিছু বলা হয় না। এটাকে কথার কথার চেয়ে বেশি কিছু বলা যায় না।’

/ইউআই/এএআর/আপ-এইচকে/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
থাইল্যান্ডে সফর দুই দেশের ফলপ্রসূ অংশীদারত্বের নতুন যুগের সূচনা করেছে: প্রধানমন্ত্রী
থাইল্যান্ডে সফর দুই দেশের ফলপ্রসূ অংশীদারত্বের নতুন যুগের সূচনা করেছে: প্রধানমন্ত্রী
‘গরমে অসুস্থ’ হয়ে মারা যাওয়া সেই শ্রমিকের পরিবারের পাশে জেলা প্রশাসন
‘গরমে অসুস্থ’ হয়ে মারা যাওয়া সেই শ্রমিকের পরিবারের পাশে জেলা প্রশাসন
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি