X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বিভিন্ন জেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০১৬, ১৯:১৯আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৬, ২৩:২২

জেলা পরিষদ নির্বাচন

দেশের বেশির ভাগ জেলায় শান্তিপূর্ণ পরিবেশে  জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।  পার্বত্য জেলা বাদে দেশের ৬১ জেলায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোলা ও ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ওই দুই জেলায় ভোটগ্রহণ হয়নি। ফলে বাকি ৫৯ জেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ইলেকটোরাল কলেজ পদ্ধতিতে স্থানীয় সরকারের এই প্রতিষ্ঠানটির নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে জানা যায়।

বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন ও জেলা রিটার্নিং অফিসার কর্তৃক নিশ্চিতকৃত তথ্য অনুসারে নির্বাচনে বিভিন্ন জেলার চেয়ারম্যান নির্বাচনের ফল সংক্ষেপে উপস্থাপিত হলো।  

ঢাকা বিভাগ

নারায়ণগঞ্জ

চেয়ারম্যান পদে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এছাড়া ১৫ ওয়ার্ডের মধ্যে ৫টিতে মেম্বার পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। ভোটার জটিলতার কারণে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার তিনটি ওয়ার্ডে ভোট গ্রহণ স্থগিত করা হয়। ফলে বুধবার ভোট হয় ৭টি ওয়ার্ডে।

নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জসিমউদ্দিন এসব তথ্য জানান।

নরসিংদী

চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট আসাদুজ্জামান আনারস প্রতীকে ৫৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৪৩১ ভোট।

রাজবাড়ী

রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার তালগাছ প্রতীক নিয়ে ৫০৫ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

তার প্রতিদ্বন্দ্বী রাজবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি রকিবুল হাসান পিয়াল আনারস প্রতীকে পেয়েছেন ৮৫টি ভোট।

শরীয়তপুর

জেলা পরিষদ নির্বাচনে শরীয়তপুরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার বিজয়ী হয়েছেন। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে ৫৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদন্দ্বী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রব মুন্সী আনারস প্রতীক নিয়ে ৩৭৩ ভোট পেয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান এসব তথ্য নিশ্চিত করেন।

ফরিদপুর

জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হলেন চেয়ারম্যান পদে মো. লোকমান হোসেন মৃধা।

মানিকগঞ্জ

জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র এই নিশ্চিত করেছেন।

জেলার ৭টি উপজেলার ১৫টি কেন্দ্রে ভোট গণনা শেষে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গোলাম মহীউদ্দিন আনারস প্রতীকে ৪৬৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. রমজান পেয়েছেন ৩৫৭ ভোট।

টাঙ্গাইল

১২ ডিসেম্বর চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুককে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। চেয়ারম্যান পদে দুই জন প্রার্থীর মনোনয়ন বাতিল ও একজন প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছিল বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাজুল ইসলাম।

গোপালগঞ্জ

গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত জেলা আওয়ামী লীগের  সভাপতি চৌধুরী এমদাদুল হক  ৯২৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক ডা. মোল্লা ওবায়দুল্লাহ বাকী পেয়েছেন ১৫ ভোট।

গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিসার ওহিদুজ্জামন মুন্সি এ তথ্য জানিয়েছেন।

 

বরিশাল বিভাগ

বরিশাল

এ জেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মইদুল ইসলাম আনারস প্রতীকে ৯৬৮ পেয়ে বিজয়ী হয়েছেন।তার একমাত্র  প্রতিদ্বন্দ্বী সাবেক ভারপ্রাপ্ত প্রশাসক কৃষক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি খান আলতাফ হোসেন ভুলু ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৫৫ ভোট। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান বুধবার দুপুর সাড়ে ৩টায় এই ঘোষণা দেন।

বরগুনা

এ বিভাগের বরগুনা জেলায় বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, আওয়ামী লীগ সমর্থিত সাবেক এমপি দেলোয়ার হোসেন। তিনি পেয়েছেন ৫৯৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক এমপি জাফরুল হাসান ফরহাদ পেয়েছেন ১৭ ভোট। বাতিল হয়েছে ২ ভোট।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. বশিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

ঝালকাঠি

ঝালকাঠি জেলায় শান্তিপূর্ণ ভোট গ্রহনের মধ্য দিয়ে শেষ হয়েছে নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত ২ প্রার্থী বিজয়ী হয়েছে। জেলা পরিষদ চেয়ারম্যানসহ ২১ আসনের ১৯টি বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছে। নির্বাচনে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও স্থানীয় সংসদ সদস্য বিএইচ হারুনের প্রার্থী সদস্য পদে সোবাহান খান ও সংরক্ষিত মহিলা সদস্য পদে নাসরিন সুলতানা মুন্নী বিজয়ী হয়েছেন। অপরদিকে বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়াই করে হেরেছেন সাবেক কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সহ-সম্পাদক মনিরুজ্জামানে বোন লিপি আক্তার।

বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী।

পিরোজপুর

পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন মহারাজ। তিনি পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত অধ্যক্ষ মো. শাহ আলম। মহিউদ্দিন মহারাজ  ভোট পেয়েছেন ৪২৭ টি  আর অধ্যক্ষ মো. শাহ আলম পেয়েছেন ৩০২ ভোট।

রাজশাহী বিভাগ

রাজশাহী

জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী সরকার তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাবেক জেলা প্রশাসক মাহবুব জামান ভুলুর চেয়ে ৩২৭ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। মোহাম্মদ আলী সরকারের ‘আনারস’ প্রতীক পেয়েছে ৭৪২ ভোট ও মাহবুব জামান ভুলুর তালগাছ প্রতীক পেয়েছে ৪১৫ ভোট।

রাজশাহী জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটানিং অফিসার শহিদুল ইসলাম এসব তথ্য জানান।

বগুড়া

বগুড়ায় হাইকোর্টের নির্দেশে বগুড়ায় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও তিনটি সাধারণ সদস্য পদের নির্বাচন স্থগিত হয়ে গেছে। শুধু ১২টি ওয়ার্ড ও ৫টি সংরক্ষিত আসনে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ

জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মো. মঈনুদ্দিন মন্ডল বেসরকারিভাবে জিপ গাড়ি প্রতীকে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট ৩০৭। নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল ওয়াহেদ (সতন্ত্র) তালগাছ প্রতীকে পেয়েছেন ২৪৯ ভোট।

চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থক আব্দুস সালাম। জেলার রিটার্নিং অফিসার শামসুল আরেফিন বিষয়টি নিশ্চিত করেন।  

চাঁদপুর

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারী। তিনি মোবাইল প্রতীকে ৭৭০ ভোট পেয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি নূরুল আমীন রুহুলকে ৩৫৬ ভোটের ব্যবধানে পরাজিত করেন। ঘোড়া মার্কায় রুহুল পেয়েছেন ৪১৪ ভোট।

সকাল ৯টা থেকে বিকেল ২টা পর্যন্ত জেলার ১৫টি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলে ভোটগ্রহণ। বিপুল উৎসাহ-উদ্দীপনায় এখানে ৮৯টি ইউনিয়ন, ৮টি উপজেলা ও ৭টি পৌরসভার নির্বাচিত প্রতিনিধিরা ভোট প্রদান করেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুস সবুর মণ্ডল এসব তথ্য নিশ্চিত করেন।

কুমিল্লা

সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নৌ-বাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মো. আবু তাহের এক হাজার ২৭৯ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বলে নির্বাচন অফিসের একটি সূত্রে জানা গেছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন পেয়েছেন এক হাজার ২৩৩ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া

জেলা পরিষদ নির্ব‍াচনে ৬৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) মো. শফিকুল আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী সৈয়দ এমদাদুল বারী পেয়েছেন ৫৯৯ ভোট।

বুধবার  বিকেলে জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইও-১) মো. নবীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

নোয়াখালী

নোয়াখালীতে উৎসবমুখর পরিবেশে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. এবিএম জাফর উল্যাহ ৮শ’ ৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বিদ্রোহী ডা. এ.কে.এম. জাফর উল্ল্যাহ ভোট পেয়েছেন ২শ’ ৪২ ভোট। জেলা রিটার্নিং অফিসার ... এসব তথ্য নিশ্চিত করেন।

কক্সবাজার

জেলা পরিষদ নির্বাচনে কক্সবাজারে আওয়ামী লীগ প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরী ৭৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সালাহ উদ্দীন মাহমুদ ২১৯ ভোট পেয়েছেন।

লক্ষ্মীপুর

জেলা পরিষদ র্নিবাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. সামছুল ইসলাম আনারস প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছে। তিনি আনারস প্রতীক নিয়ে ৫৫৫ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন ১৯৫ ভোট পেয়েছেন বলে জানান লক্ষ্মীপুর জেলা র্নিবাচন কর্মকর্তা  ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সোহেল সামাদ।

রংপুর বিভাগ

কুড়িগ্রাম

কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. জাফর আলী ৬৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ-পিরিচ প্রতীকের পনির উদ্দিন আহমেদ পেয়েছেন ২৭৯ ভোট।

জেলার ৯ উপজেলায় ১৫টি ভোট কেন্দ্রের মধ্যে ১৪টিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উচ্চ আদালতের আদেশে কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনের ৬নং ওয়ার্ডে ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। এ কেন্দ্রে মোট ভোটের সংখ্যা ৬৮টি। জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. দেলোয়ার হোসেন নির্বাচনি ফল নিশ্চিত করেন।

লালমনিরহাট

লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগ সমর্থিত অ্যাডভোকেট মতিয়ার রহমান নির্বাচিত হয়েছেন। তিনি কাপ-পিরিচ প্রতীকে ৩৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লালমনিরহাট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বিদ্রোহী প্রার্থী নজরুল হক পাটোয়ারী ভোলা মোটরসাইকেল প্রতীকে ১৫৫ ভোট পেয়েছেন। তাছাড়া অপর প্রার্থী লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব আনারস প্রতীকে ৮৯ ভোট পেয়েছেন।  

লালমনিরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবুল ফায়েজ মো. আলাউদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেন।

গাইবান্ধা

গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. আতাউর রহমান আতা (ঘোড়া প্রতীক নিয়ে) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

১৫ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিজয়ী আতাউর রহমান আতা পেয়েছেন ৩৮৮ ভোট। তার নিকটতম  প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন আওয়ামী লীগের সৈয়দ শামস্-উল-আলম হিরু (তালগাছ)। তিনি পেয়েছেন ৩৭০ ভোট।

বিকেল পৌনে ৫টার দিকে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আব্দুস সামাদ এ ফলাফল ঘোষণা করেন।

পঞ্চগড়

জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক, জেলা পাথর-বালি যৌথ ফেডারেশনের সাধারণ সম্পাদক, জেলা পাথরবালি ব্যবসায়ী ও সরবরাহকারী সমিতির সভাপতি, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আমানুল্লাহ বাচ্চু চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি টেবিল ফ্যান প্রতীক নিয়ে ১৩৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক। তিনি চশমা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১২২।

জেলা রিটার্নিং অফিসার ও পঞ্চগড়ের জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

কুড়িগ্রাম

জেলা প‌রিষদ নির্বাচ‌নে কুড়িগ্রা‌মে আওয়ামী লীগ সম‌র্থিত চেয়ারম্যান প্রার্থী মো. জাফর আলী আনারস প্রতীক নি‌য়ে জয়লাভ করে‌ছেন। ৬৪৯ ভোট পেয়ে তি‌নি বেসরকারিভাবে চেয়ারম্যান প‌দে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন। তার প্র‌তিদ্ব‌ন্দ্বী প্রার্থী মো. প‌নির উ‌দ্দিন আহ‌মেদ পে‌য়ে‌ছেন  ২৭৯ ভোট।

দিনাজপুর

কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনি দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এর আগে দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে আজিজুল ইমাম চৌধুরী দায়িত্ব পালন করেন। জেলা নির্বাচন কর্মকর্তা জাকিয়া সুলতানা এসব তথ্য জানান।

নীলফামারী

জেলা পরিষদ নির্বাচনে নীলফামারীতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীর পরাজয় ঘটেছে। দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে চেয়ারম্যান হিসাবে ৪৪২ ভোট পেয়ে জয় পেয়েছে জেলা মুক্তিযোদ্ধা সংসদদের সাবেক কমান্ডার ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীনের মোটরসাইকেল প্রতীক। ৪১১ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মমতাজুল হক (আনারস) মার্কা। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক জাকির হোসেন এসব তথ্য জানান।

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী সাদেক কুরাইশীর বিরুদ্ধে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় বেসরকারিভাবে তিনি নির্বাচিত হয়েছেন। ঠাকুরগাঁও জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক আব্দুল আওয়াল এ তথ্য জানান।  

 

খুলনা বিভাগ

ঝিনাইদহ

ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কনক কান্তি দাস (চশমা প্রতীকে) ৫শ’ ৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি সমর্থিত এম হারুন অর রশিদ (আনারস প্রতীকে) পেয়েছেন ৩শ’ ৯২ ভোট এবং জাসদ সমর্থিত প্রার্থী মুন্সী এমদাদুল হক (মোটর সাইকেল প্রতীকে) পেয়েছেন ১ ভোট। বিকালে ভোট গননা শেষে প্রার্থী এবং প্রিজাইডিং অফিসার সূত্রে এ ফলাফল পাওয়া গেছে।

মাগুরা

মাগুরায় আজ বুধবার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী পংকজ কুমার কুণ্ডু বিজয়ী হয়েছেন। পংকজ কুমার কুণ্ডুর প্রাপ্ত ভোটের সংখ্যা ২৬৭। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমীর ওসমান রানা পেয়েছেন ১৭৬ ভোট। জেলা রিটার্নিং অফিসার মো. মাহবুব অর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে আ. লীগের বিদ্রোহী প্রার্থী শেখ শামসুল আবেদীন খোকন  (মোবাইল) প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ. লীগের মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান মনজু  (মোটরসাইকেল) প্রতীকে ২৪৭ ভোট পেয়েছেন।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সায়মা ইউনুস এসব তথ্য নিশ্চিত করেন।

নড়াইল

নড়াইল জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস (জেলা আ. লীগের সদস্য) চশমা প্রতীকে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২৯৪ ভোট। এদিকে, নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট সৈয়দ আইয়ুব আলী (জেলা আ. লীগের সহ-সভাপতি) আনারস প্রতীকে পেয়েছেন ২৫৩ ভোট। জেলা রিটার্নিং অফিসার হেলাল মাহমুদ শরীফ বিষয়টি নিশ্চিত করেন।

সকাল ৯টায় ভোট গ্রহণের মধ্য দিয়ে আজ বুধবার (২৮ ডিসেম্বর) শুরু হয় জেলা পরিষদ নির্বাচন। এই ভোটগ্রহণ চলে দুপুর ২টা পর্যন্ত।  পঞ্চগড়, গাইবান্ধা, দিনাজপুরের হিলিসহ বেশ কয়েকটি স্থানে ভোটকেন্দ্র ভোটারশূন্য থাকার খবর পাওয়া গেছে। প্রার্থীদের বৈধতা প্রশ্নে আদালতের নির্দেশে বেশ কিছু কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত থাকলেও নির্বাচনের দিন কোথাও বড় ধরনের কোনও অনিয়ম বা সহিংসতার খবর পাওয়া যায়নি। 

খুলনা

খুলনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শেখ হারুনুর রশিদ নির্বাচিত হয়েছেন। নির্বাচনে তিনি পেয়েছেন ৭শ’ ৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অজয় সরকার পেয়েছেন ৬০ ভোট। খুলনা জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক নাজমুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

মেহেরপুর

মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে ১০৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলেন গোলাম রসুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলীগের কেন্দ্র সমর্থিত প্রার্থী মিয়াজান আলী পেয়েছেন ৮৪ ভোট। এছাড়া অপর দুই চেয়ারম্যান প্রার্থী জিয়াউদ্দিন বিশ্বাস পেয়েছেন ৫৫ ভোট এবং সাহিদুজ্জামান খোকন পেয়েছেন ২১ ভোট।

বাগেরহাট

চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় জেলা পরিষদের সাবেক প্রশাসক ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকুকে আগেই বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক এই ফল নিশ্চিত করেন।

সাতক্ষীরা

সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ৬৪৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি ও দলীয় প্রার্থী মুনসুর আহমেদ পেয়েছেন ১৭৮ ভোট। বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে বিকালে এই ফল ঘোষণা করা হয়।

জেলা নির্বাচন অফিস জানায়, সাতক্ষীরার ১৫টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ১০৫১। এর মধ্যে হাইকোর্টের নির্দেশনায় তিনটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করায় ১২টি ওয়ার্ডের ভোট গ্রহণ করা হয়। যেখানে ৮৪৪জন ভোটারের মধ্যে ৮২৬জন ভোটাধিকার প্রয়োগ করেন। এতে নজরুল ইসলাম বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। 

ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহ

ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে ১ হাজার ৭শ’ ৩১ ভোট পেয়ে আ’লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক ইউসুফ খান পাঠান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফখরুল আলম বাপ্পী চৌধুরী পেয়েছেন ২শ’ ৮৮ ভোট। আজ বুধবার সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. খলিলুর রহমান বেসরকারি ফল ঘোষণা করেন। 

শেরপুর

জেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ের মালা ছিনিয়ে নিয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিদ্রোহী প্রার্থী সাবেক শেরপুর পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান। তার সঙ্গে হেরেছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল।

জেলা রির্টানিং অফিসারের কার্যালয় সূত্রে প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিজয়ী প্রার্থী হুমায়ন কবীর রুমান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫৬৩ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডভোকেট চন্দন কুমার পাল আনারস প্রতীকে পেয়েছেন ১৭৬ ভোট। সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও শেরপুর জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম নির্বাচনের বেসরকারি এ ফলাফল ঘোষণা করেন।

জামালপুর

জেলা পরিষদ নির্বাচনে জেলা আ. লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী বিজয়ী হয়েছেন।

জেলার ১৫টি কেন্দ্রে মোট ভোটার ছিল ৯৮৫ ভোট। বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া ফলাফলে আ.লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক আহমেদ চৌধুরীর প্রতীক আনারস পেয়েছে ৬০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সরকার দল সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট এইচ আর জাহিদ আনোয়ারের প্রতীক ঘোড়া পেয়েছে ৩৭৩ ভোট। 

সিলেট বিভাগ

সিলেট

সিলেটের জেলা পরিষদ নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট লুৎফুর রহমানের বিজয়ী হয়েছেন। সিলেটের বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আওয়ামী লীগের প্রার্থী লুৎফুর রহমানের বিজয়ী হওয়ার খবর পাওয়া গেছে। সিলেটের ১৫টি ভোট কেন্দ্রের মধ্যে আনারস প্রতীকে লুৎফুর রহমান পেয়েছেন ৭৯৬টি ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ-পিরিচ প্রতীক নিয়ে এনামুল হক সরদার পেয়েছেন ৫৫৩ ভোট।

মৌলভীবাজার

জেলা পরিষদ নির্বাচনে  সাবেক জেলা পরিষদ প্রশাসক, সাবেক সাংসদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান (চশমা) মার্কা প্রতীক নিয়ে ৩৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নিবাচিত হয়েছেন।

বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মৌলভীবাজারে ১৫টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তিনি বিজয়ী হন। তার নিকটতম প্রার্থী সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন (আনারস) পেয়েছেন ২শ’ ৮৯ ভোট। মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার কাজী ইস্তাফিজুল হক আকন্দ বাংলা ট্রিবিউন এতথ্য নিশ্চিত করেন। 

হবিগঞ্জ

চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী ডা. মুশফিক হোসেন চৌধুরী। রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সাবিনা আলম বিষয়টি জানান। 

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা