X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ড. আনিসুজ্জামান হাসপাতালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০১৭, ১৮:১২আপডেট : ২৮ জানুয়ারি ২০১৭, ১৮:২৮


ড. আনিসুজ্জামান
ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান ফুসফুসে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বর্তমানে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।
ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশিস কুমার চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বাংলা ট্রিবিউনকে জানান, ‘গত শুক্রবার রাতে শারীরিক অসুস্থতাজনিত কারণে ড. আনিসুজ্জামানকে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করান তার স্বজনরা। এ সময় ফুসফুসে সংক্রমণের কারণে তিনি বমি করছিলেন এবং খেতে পারছিলেন না। তবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তিনি এখন আগের চেয়ে সুস্থ রয়েছেন। ড. আনিসুজ্জামান হাসপাতালের চিফ কার্ডিওলোজিস্ট অধ্যাপক খন্দকার কামরুল ইসলামের অধীনে চিকিৎসাধীন আছেন।’
তিনি বলেন, ‘হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ড. আনিসুজ্জামানের হার্টে পাম্প ক্ষমতা কমে গেছে। এছাড়াও ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যাও রয়েছে তার। তার ইলেক্ট্রোলাইটেও সমস্যা রয়েছে। দুটো রিং পরানো থাকায় তার চিকিৎসার ব্যাপারে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে।’
ডা. আশিস কুমার চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে আরও জানান, ‘ড. আনিসুজ্জামানের চিকিৎসার জন্য এরই মধ্যে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। আজ রাতে তার এমআরআই ও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা হবে। এসব পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে আবারও নতুন করে মেডিক্যাল বোর্ড গঠন করে তার চিকিৎসা করা হবে।’   
বাংলাদেশের প্রখ্যাত এই শিক্ষাবিদ ও লেখক ১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি কলকাতার পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার বসিরহাটে জন্মগ্রহণ করেন। স্কুলে থাকাবস্থাতেই ঢাকায় সপরিবারে চলে আসেন তিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এই বিশিষ্ট লেখক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক হিসেবে তার কর্মজীবন শেষ করে বর্তমানে অবসরে রয়েছেন। বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ গবেষণাগ্রন্থ রয়েছে তার। গবেষক ও সাহিত্যিক হিসেবে একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, আনন্দ পুরস্কারসহ বেশ কিছু পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন।  

/ জেএ/ টিএন/

আরও পড়ুন: ৩১ রাজনৈতিক দলের কাছে নাম চাইলো সার্চ কমিটি

সম্পর্কিত
সর্বশেষ খবর
শৈশব কেন অনিরাপদ?
শৈশব কেন অনিরাপদ?
জালিয়াতির মামলায় সিটি ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সিটি ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
প্রতিরোধ যোদ্ধাদের খুঁজতে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন হাইকোর্টের
প্রতিরোধ যোদ্ধাদের খুঁজতে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন হাইকোর্টের
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড