X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

জাতিসত্তার বিকাশে সঠিক ইতিহাস চর্চা করুন: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৪২আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৪২

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জাতিসত্তার বিকাশে সঠিক ইতিহাস চর্চার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, ‘একাত্তরের গণহত্যা, বিভিন্ন জাতিসত্তার ওপর নিপীড়ন ও সন্ত্রাস সৃষ্টি এবং তা ছড়িয়ে দেওয়ার বিষয়টি পাকিস্তান স্বীকার করুক আর না করুক, ইতিহাসে তাদের অপকীর্তির কথা লেখা থাকবেই। কারণ অপরাধী যতোই মিথ্যাচারে লিপ্ত হোক না কেন, ইতিহাসে কখনও তাদের ক্ষমা নেই।’  

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমণ্ডিস্থ জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মিলনায়তনে ‘ইতিহাস ও ঐতিহ্য’ বিষয়ক ত্রয়োদশ আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় দেশের ইতিহাস সম্পর্কে আলোকপাত করতে গিয়ে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

একাত্তরের মুক্তিযোদ্ধা ইনু বলেন, ‘আধুনিক বাঙালি জাতীয়তাবাদের জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামে বাঙালি যে বীরত্ব ও ত্যাগ দেখিয়েছে, তা বিশ্বের বুকে বীরের জাতি হিসেবে বাঙালিকে প্রতিষ্ঠিত করেছে। পদ্মা-মেঘনা-যমুনার জল আজও শহীদের রক্তে রক্তাক্ত। মাটিতে এখনও আবাল-বৃদ্ধ-বণিতার রক্তের দাগ। এদেশের প্রতিটি কণা আক্রমণকারী পশুর বিরুদ্ধে আক্রান্ত মানুষের মাথা নত না করার সাক্ষী।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যাকারী, রাজাকার, সামরিক ও সাম্প্রদায়িক চক্র ১৯৭৫ সাল থেকে যে অন্ধকার যুগের সূচনা করেছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা থেকে জাতিকে আলোর পথে নিয়ে চলেছেন। এখানে জঙ্গি-সন্ত্রাসের কোনও স্থান নেই। জিয়া ও বিএনপি সাম্প্রদায়িক সন্ত্রাসে মদদ না দিলে জঙ্গিবাদের এতো উৎপাত হতো না। বহু আগেই জঙ্গি নির্মূলের মাধ্যমে দেশে শান্তি প্রতিষ্ঠিত হতো।’

ইতিহাস একাডেমি, ঢাকা আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন সংস্থাটির সহ-সভাপতি অধ্যাপক ড. শরীফ উদ্দিন আহমেদ এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ড. মুনতাসীর মামুন। বিশেষ অতিথি ছিলেন নায়েমের মহাপরিচালক অধ্যাপক মো. হামিদুল হক। সূত্র: বাসস।

/জেএইচ/এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েল কি যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হবে?
ইসরায়েল কি যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হবে?
সুন্দরবনের আগুন পুরোপুরি নিভেছে: পরিবেশ মন্ত্রণালয়
সুন্দরবনের আগুন পুরোপুরি নিভেছে: পরিবেশ মন্ত্রণালয়
সব হজযাত্রী ভিসা নিয়ে সঠিক সময়েই হজে যাবেন: ধর্মমন্ত্রী
সব হজযাত্রী ভিসা নিয়ে সঠিক সময়েই হজে যাবেন: ধর্মমন্ত্রী
শোরুম উদ্বোধন করতে যাওয়া সাকিবকে দেখতে গিয়ে স্কুলছাত্র বিদ্যুৎস্পৃষ্ট
শোরুম উদ্বোধন করতে যাওয়া সাকিবকে দেখতে গিয়ে স্কুলছাত্র বিদ্যুৎস্পৃষ্ট
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল