X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ইউনূস-হিলারিই বিশ্বব্যাংককে প্রভাবিত করেন: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:১১আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:১৫

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ পদ্মাসেতুর অর্থায়নে ড. ইউনূস হিলারির মাধ্যমে বিশ্বব্যাংককে প্রভাবিত করেছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, ‘শান্তিতে নোবেল বিজয়ী এ অধ্যাপকই বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধের ষড়যন্ত্র করেছেন।’
বুধবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর সিরডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে রিহ্যাব আয়োজিত  ‘বর্ষসেরা সাংবাদিক পুরস্কার ২০১৫’  প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ইউনূস সেন্টার থেকে যত বিবৃতি দেওয়া হোক না কেন, তিনি (ইউনূস) হিলারি ক্লিনটনের মাধ্যমে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছেন। এতে কোনও সন্দেহ নাই।’
তিনি বলেন, ‘বিশ্বব্যাংক দেশবিরোধী চক্রের কথা না শুনে, পদ্মাসেতুতে অর্থায়ন করলে ২০১৫ সালের মধ্যেই পদ্মাসেতুর কাজ শেষ হতো। এতে করে দেশের জিডিপি এক দশমিক দুই শতাংশ বেড়ে যেত। আর দক্ষিণ অঞ্চলের মানুষের জিডিপি ৩ শতাংশ বাড়তো। কোটি কোটি মানুষের দারিদ্র্য অবস্থা কমে যেত।’
তোফায়েল আহমেদ বলেন, ‘যারা টকশো করেন,  আলোচনা করেন, বিভ্রান্তি ছড়িয়ে  পদ্মাসেতুর বিরোধিতা করেছেন, তাদের ক্ষমা চাইতে হবে। এরা পদ্মাসেতুর বিরোধীতাকারী।’ যারা বিশ্বব্যাংককে পরামর্শ দিয়েছেন, তারা দেশবিরোধী বলেও মন্তব্য করেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশের আবাসন খাতের উন্নয়নের জন্য সরকারের কাছে তহবিলের প্রস্তাব করা হচ্ছে। এটি হলে অবকাঠামো উন্নয়ন আরও গতিশীল হবে। আবসন খাতের জন্য ২০ হাজার কোটি টাকার তহবিল দরকার। এছাড়া আবাসন খাতের ব্যবসায়ীদের জন্য সহজ শর্তে ব্যাংক ঋণ এবং জমি রেজিস্ট্রেশনের উচ্চ খরচ কমানোর দাবি জানান তিনি।

এর আগে আবাসন খাতে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ‘রিহ্যাব বর্ষসেরা সাংবাদিক ২০১৫’ পুরস্কার প্রদান করা হয়। প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার মোট ২২ জন সংবাদকর্মী এ পুরস্কার পেয়েছেন।

প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে ৯ জন ও ইলেক্ট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে ১৩ জন সংবাদকর্মীকে নগদ চেক ও ক্রেস্ট প্রদান করা হয়।

প্রথম পুরস্কার হিসেবে দুই লাখ টাকার চেক, দ্বিতীয় পুরস্কার এক লাখ, তৃতীয় পুরস্কার ৭৫ হাজার, চতুর্থ পুরস্কার ৫০ হাজার ও পঞ্চম পুরস্কার হিসেবে ৩০ হাজার টাকার চেক দেওয়া হয়।

রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আল আমিনের সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট নুরুন্নবী চৌধুরী শাওন,  প্রথম ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, পরিচালক কামাল মাহমুদ প্রমুখ।

/আরএআর/  এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘কাপ্তাই লেকের হারানো যৌবন ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে’
‘কাপ্তাই লেকের হারানো যৌবন ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে’
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
সম্পূর্ণ দুর্ভিক্ষের কবলে উত্তর গাজা: ডব্লিউএফপি প্রধান
সম্পূর্ণ দুর্ভিক্ষের কবলে উত্তর গাজা: ডব্লিউএফপি প্রধান
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে