X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ইসলামবাগে আগুনের ঘটনায় নিহত ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৫২আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ২২:১২

ইসলামবাগ অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা রাজধানীর চকবাজারের ইসলামবাগে একটি ভবনে আগুনের ঘটনায় তিন জন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা শনিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর তাদের মরদেহ উদ্ধার করে। নিহতদের একজন পুরুষ ও দু’জন নারী।

হাজারীবাগ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সাঈদউজ্জামান বাংলা ট্রিবিউনকে জানান, ভবনের সিঁড়ি থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি থাকায় ধারণা করা হচ্ছে, তারা একই পরিবারের সদস্য।

নিহতদের নাম শামীম (৩৫), সীমা (২৭) ও সালেহা (৩৮)। ফায়ার সার্ভিসের কন্ট্রোল অফিসের ডিউটি অফিসার মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শামীম ও সীমা ছিলেন স্বামী-স্ত্রী। আর সালেহা হলেন সীমার চাচাত বোন।’

শনিবার রাতে নিহতদের লাশ উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়। পরে ময়নাতদন্তের জন্য নেওয়া হয় স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে।

ইসলামবাগের ওই ভবনে শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, বিকাল ৫টা ৪০ মিনিট আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় হযরত আলী (৪০) নামেও একজন দগ্ধ হয়েছেন। তার শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে। তিনি ঢামেক বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। এ ছাড়া ভবন থেকে লাফিয়ে পড়ে রেশমা (২৫) নামে এক নারী আহত হয়ে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীমুর রশীদ তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইসলামবাগের বেড়িবাঁধ সংলগ্ন দারিদ্র এলাকায় কয়েকটি টংদোকান ও প্লাস্টিকের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। লাশগুলো উদ্ধার করে মিটফোর্ডে পাঠানো হয়েছে।’

/এআইবি/এআরআর/জেএইচ/এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!