X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

শেষদিনের বই মেলা শুরু বেলা ১১টায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৭, ০০:১১আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ০০:১৪

শেষদিনের বই মেলা শুরু বেলা ১১টায় অমর একুশে গ্রন্থমেলা ২০১৭ শেষ হচ্ছে আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি)। তাই মেলায় বাজছে বিদায়ের সুর। প্রকাশকদের দাবির মুখে শেষ দিনে মেলা শুরু হবে বেলা ১১টা থেকে। চলবে যথারীতি রাত সাড়ে ৮টা পর্যন্ত।

শেষদিকে বইপ্রেমীদের ভিড় দেখা গেছে মেলায়। বেশিরভাগ পাঠকের হাতে হাতে ছিল বইয়ের ব্যাগ। এক প্রকাশনী থেকে আরেক প্রকাশনী ছুটেছেন তারা। ঘুরে ঘুরে পছন্দের বই কিনছেন সবাই। সরেজমিন ২৭তম দিনে এমন চিত্রই দেখা গেছে বই মেলায়।

প্রকাশকরা মনে করেন, বইমেলার শুরুর দিকে মানুষ আসে ঘুরতে। বই নেড়েচেড়ে দেখে। কেনে কম। কিন্তু শেষদিকে ঘোরাঘুরির চেয়ে তাদের মধ্যে বই কেনার আগ্রহ দেখা যায় বেশি। মেলায় আসা নতুন নতুন বইয়ের তালিকা হাতে নিয়ে ঘোরে পাঠকরা। শেষদিকে শুধুই কেনার পালা।

অন্বেষা প্রকাশনীর কর্ণধার শাহাদত হোসাইন এবারের মেলায় বই বিকিকিনি নিয়ে সন্তুষ্ট। তার মতে, শেষের দিকে বিক্রি বেড়েছে কয়েকগুণ। তিনি বাংলা ট্রিবিউনকে বললেন, ‘পাঠকরা এখন পছন্দের বইগুলো আগ্রহের সঙ্গে কিনে নিয়ে যাচ্ছে। শেষদিনে এ সংখ্যা বাড়তে পারে।’

বইমেলার ২৭তম দিনে মেলায় এসেছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী রুনা লায়লা ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এম এস নূপুর। বাংলা ট্রিবিউনকে রুনা বললেন, ‘পড়াশোনা ও পরীক্ষার চাপে প্রথম দিকে মেলায় আসতে পারিনি। শেষদিকে এসে পছন্দের বইগুলো কিনে নিয়ে গেলাম।’ নূপুর বলেছেন, ‘মেলার জন্যই ময়মনসিংহ থেকে ঢাকায় এসেছি। পছন্দের বইগুলো সংগ্রহ করতে পেরে ভালো লাগছে।’

এদিকে বাংলা একাডেমী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় গ্রন্থমেলার মূল মঞ্চে রয়েছে সমাপনী অনুষ্ঠান। এখানে থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। এতে গ্রন্থমেলার সার্বিক বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করা হবে। এই অনুষ্ঠানে কবি শামীম আজাদ ও লেখক-অনুবাদক নাজমুন নেসা পিয়ারি পাবেন সৈয়দ ওয়ালীউল্লাহ পুরস্কার।

এছাড়া ২০১৬ সালে প্রকাশিত বিষয় ও মানসম্মত বই প্রকাশের বিভিন্ন বিভাগে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার ও রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার-২০১৭ প্রদান করা হবে। একই সঙ্গে ২০১৭ সালের গ্রন্থমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানকে নান্দনিক স্টল বা প্যাভেলিয়ন সজ্জার জন্য দেওয়া হবে কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার ২০১৭।

/এনএল/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
আমের মিষ্টি আচার বানাবেন যেভাবে
আমের মিষ্টি আচার বানাবেন যেভাবে
জিসিসি’র সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
জিসিসি’র সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল